পানছড়িতে বিজিবি’র উদ্যোগে শীতবস্ত্র
পানছড়ি প্রতিনিধি: পানছড়ির শতাধিক পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে ৩’বিজিবি লোগাং জোন। স্বাস্থ্যবিধি মেনে ২৩’ফেব্রুয়ারী বুধবার সকাল ১০’টায় লোগাং জোন সদর দপ্তরে এই বস্ত্র বিতরণ করা হয়। লোগাং জোনের উপ-অধিনায়ক মেজর জাহিদুল ইসলাম উপস্থিত থেকে শীতবস্ত্র বিতরণ করেন।
এবারের হাড় কাঁপানো শীতে পানছড়ির কর্মহীন, অসহায়, হতদরিদ্র ও শীতার্তদের মাঝে ৩’বিজিবি এ পর্যন্ত প্রায় ছয় শতাধিক পরিবারের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেছে এবং তা চলমান রয়েছে।
এসময় মাস্ক বিতরণসহ সবাইকে সামাজিক দুরত্ব নিশ্চিতের পাশাপাশি মাস্ক পরিধান ও সকল স্বাস্থ্য বিধি মেনে চলার আহবান জানানো হয়।