• July 27, 2024

পানছড়িতে বিজিবির ওপর হামলা করে আসামী ও টাকা ছিনিয়ে নিলো স্থানীয়রা

 পানছড়িতে বিজিবির ওপর হামলা করে আসামী ও টাকা ছিনিয়ে নিলো স্থানীয়রা

খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ির পানছড়িতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর ওপর হামলা চালিয়ে অভিযানে জব্দ সাড়ে ১২ লাখ টাকাসহ আটকক ২ ব্যক্তিকে ছিনিয়ে নিয়ে গেছে স্থানীয়রা। ২৪ সেপ্টেম্বর রোববার বিকেল ৪ টার দিকে পানছড়ির পূজগাং এলাকায় এ ঘটনা ঘটে। দুর্বৃত্তদের হামলায় ৫ বিজিবি সদস্য আহত হয়েছে বলে জানা গেছে। এ খবর নিশ্চিত করেছেন, বিজিবি খাগড়াছড়ি সেক্টরের কমান্ডার কর্নেল মো. জাহাঙ্গীর।

সূত্র যায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার পানছড়ির লোগাং ক্যাম্পের বিজিবি সদস্যরা একটি মোটরসাইকেলের দুই আরোহীকে তল্লাশি করে। এ সময় তাদের কাছে থাকা বস্তার ভেতর থেকে সাড়ে ১২ লাখ টাকা জব্দ করা হয়। আটককৃত ব্যক্তিসহ জব্দকৃত টাকা পানছড়ি থানায় হস্তান্তরের জন্য নেয়ার পথে পূজগাং বাজার এলাকায় বিজিবি সদস্যদের গাড়ি আটকিয়ে তাদের ওপর হামলা চালায়। এসময় টাকা ও আটককৃতদের ছিনিয়ে নিয়ে যায় স্থানীয়রা। উচ্ছৃঙ্খল পরিস্থিতি মোকাবেলায় বিজিবি সদস্যরা ১৩ রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়ে। অতিরিক্ত বিজিবি সদস্যসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

শেষ খবর পাওয়া পর্যন্ত, পানছড়ি থানার উপ-পরিদর্শক (এসআই) অনীক কুমার দে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। পরিস্থিতি এখন শান্ত রয়েছে।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post