Homeস্লাইড নিউজপাহাড়ের সংবাদ

পানছড়িতে ব্যাটমিন্টন প্রতিযোগীতার ফাইনাল ম্যাচ

পানছড়ি প্রতিনিধি: পানছড়ি উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্টিত ব্যাটমিন্টন এর ফাইনাল খেলায় বিজি একাদশ চ্যাম্পিয়ান হয়েছে। বুধবার বিকেলে উপজেলা চত্তরে এই ফাই

বর্ণাঢ্য প্রস্তুতি শেষে খাগড়াছড়িতে পালিত হচ্ছে শারদীয় দুর্গাপূজা
খাগড়াছড়িতে আগুনে পুড়েছে ৫টি বসত ঘর, ক্ষতি ১০ লক্ষ টাকা
বাঘাইহাটে সেনাবাহিনীর বিশেষ অভিযানে একে-৪৭ অস্ত্র উদ্ধার

পানছড়ি প্রতিনিধি: পানছড়ি উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্টিত ব্যাটমিন্টন এর ফাইনাল খেলায় বিজি একাদশ চ্যাম্পিয়ান হয়েছে। বুধবার বিকেলে উপজেলা চত্তরে এই ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ৩বিজিবি লোগাং জোনের জোন অধিনায়ক লেঃ কর্ণেল রফিকুল হাসান পিএসসি।

বিষেশ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান সর্বোত্তম চাকমা, জেলা পরিষদের সদস্য সতীশ চন্দ্র চাকমা, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ বাহার মিয়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আবুল হাশেম, ভাইস চেয়ারম্যান লোকমান হোসেনের,১নং লোগাং ইউপি চেয়ারম্যান প্রত্যুত্তর চাকমা, ৩নং পাসছড়ি সদর চেয়ারম্যান নাজির হোসেন প্রমূখ।

ফাইনালে বিজি ফাইটার্স একাদশ বনাম চেঙ্গী নদী একাদশ মুখামোখি হয়। এতে বিজি ফাইটার্স একাদশ চেঙ্গী নদী একাদশকে ২-১ সেটে পরাজিত করে চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করেন। খেলা শেষে অতিথিগন বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেন।