Homeস্লাইড নিউজশিরোনাম

পানছড়িতে ভিয়েতনামী ও দেশী নারিকেল চারা বিতরণ

পানছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলার ৫নং উল্টাছড়ি ইউপিতে ভিয়েতনামী ও দেশী নারিকেল চাঁরা বিতরণ করা হয়েছে। আজ সোমবার (৯ই জুলাই) উপজেলার মোল্ল

খাগড়াছড়িতে নতুন করে আরো ১১জনসহ জেলায় মোট করোনায় আক্রান্ত ২৯১জন
রামগড়ে সাজা প্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার
আলুটিলায় জীপ উল্টে ২২ নির্মাণ শ্রমিক আহত

পানছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলার ৫নং উল্টাছড়ি ইউপিতে ভিয়েতনামী ও দেশী নারিকেল চাঁরা বিতরণ করা হয়েছে। আজ সোমবার (৯ই জুলাই) উপজেলার মোল্লাপাড়া এলাকায় এই চারা বিতরণ করা হয়।

বছর ব্যাপী ফল উৎপাদনের মাধ্যমে পুষ্টি উন্নয়ন প্রকল্পের আওতায় কৃষকদের মাঝে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে চাঁরা বিতরণ করেন, খাগড়াছড়ি হর্টিকালচার সেন্টারের ডিডি মোঃ মোয়াজ্জম হোসেন।

পানছড়ি উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-সহকারী কৃষি কর্মকর্তা নিমাই নাথ ও শিল্পী রানী দেব নাথ এর উদ্যোগে এবং কৃষকলীগ সভাপতি মোঃ নজরুল ইসলাম মোমিন তত্ববদানে ও জেলা হর্টিকালসার সেন্টার কতৃক বাস্তবায়িত ৫০জন কৃষকের মাঝে এই চারা বিতরণ করা হয়।