Homeস্লাইড নিউজশিরোনাম

পানছড়িতে ভোক্তা অধিকার ও বিশ্ব পরিবেশ দিবস

পানছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ির পানছড়িতে ভোক্তা অধিকার বিষয়ক সেমিনার ও বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা

অপহৃত বিএনপির নেতা চাইথুই মারমাকে উদ্ধারের দাবিতে সাংবাদিক সম্মেলন
৪ মেয়েকে সম্পত্তির ভাগ দিবেনা পিতা: দীঘিনালায় পাল্টা সংবাদ সম্মেলন
লক্ষ্মীছড়ি জোনের উদ্যোগে অসহায়দের মাঝে মানবিক সহায়তা প্রদান

পানছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ির পানছড়িতে ভোক্তা অধিকার বিষয়ক সেমিনার ও বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা প্রশাসনের উদ্যেগে উপজেলা চেয়ারম্যানের সম্মেলন কক্ষে আলোচনা সভায় অনুষ্টিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আবুল হাশেম এর সভাপতিত্বে সভায় সভায় বক্তব্য রাখেন, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সনজিব ত্রিপুরা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ লোকমান হোসেন, পানছড়ি বন বিভাগের কর্মকর্তা (রেঞ্জার) মোঃ মোশারফ হোসেন, উল্টাছড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলাম বাবুল, সমবায় কর্মকর্তা রতœ কান্তি রৌয়াজা প্রমূখ।

এছাড়া আরো উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ বাহার মিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান রতœা তংচঙ্গা, ৩নং পানছড়ি সদর ইউপি চেয়ারম্যান মোঃ নাজির হোসেন প্রমূখ।