পানছড়িতে মানবাধিকার কমিশন এর প্রতিষ্ঠা বার্ষিকী পালন

খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় বাংলাদেশ মানবাধিকার কমিশন এর “প্রতিষ্ঠা বার্ষিকী ও প্রতিষ্ঠার জন্মবার্ষিকী” উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠিত হয়। ১০ জানুয়ারি মঙ্গলবার সকাল ১১ টার সময় মানবাধিকার কমিশন পানছড়ি শাখার আয়োজনে মুক্তিযোদ্ধা কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।
এতে সংগঠন এর প্রচার সম্পাদক মিঠুন সাহার সঞ্চালনায় ও সভাপতি হারুনর রশীদ এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক শফিকুল আলম।এতে আরও বক্তব্য রাখেন সহ সভাপতি হারুনর রশীদ,দপ্তর সম্পাদক তাছলিমা আক্তার, মতিউর রহমান,মানবাধিকার কমিশন সদর ইউনিয়ন শাখার সভাপতি গিয়াস উদ্দিন।এতে উপস্থিত ছিলেন সহ সভাপতি বাদশা কুমার ত্রিপুরা,সদস্য অনুরুপা ত্রিপুরা,মনির হোসেন, মানজয় ত্রিপুরা সহ নেতৃবৃন্দ। এতে বক্তারা সংগঠন এর সফলতা কামনা করেন এবং মানুষের কল্যাণে এই কার্যক্রম অব্যাহত রাখার অনুরোধ জানান।