পানছড়িতে মালবাহী ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা
স্টাফ রিপোটার: খাগড়াছড়ির জেলার পানছড়ি-তবলছড়ি সড়কে মালবাহী ট্রাকে আগুন দিয়েছে আজ্ঞাতনামা সন্ত্রাসীরা। শুক্রবার দিবাগত রাঁত আনুমানিক পোনে ১টার দিকে মরাটিলা এলাকায় এ ঘটনা ঘটে।
জানাযায়, সন্ত্রাসী সংগঠন ইউপিডিএফ পানছড়ি বাজারে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যদি সরবরাহে বাঁধা প্রদান করে আসছিল। এই বাঁধা অগ্রাহ্য করে বাজার ব্যবসায়ীরা মালামাল আনতেছিল। শুক্রবার রাঁতে কামাল হোসেন নামে জৈনক ব্যবসায়ী চট্রগ্রাম থেকে মাল নিয়ে মরাটিলা পূর্বে থেকে উৎ পেতে থাকা সন্ত্রীরা ট্রাকটিতে আগুন ধরিয়ে দেয় সন্ত্রাসীরা। এতে চট্রমেট্রো ট-১১৬৩২৪ ট্রাকটির মালামালসহ পুড়ে যায়। ড্রাইভার মোঃ মনির হোসেন ও হেলপার মোঃ নূরু মিয়া নিখোজ রয়েছে।
পানছড়ি থানা অফিসার্স ইনচার্জ মোঃ নুরুল আলম ঘটনাস্থল পরিদর্শন এ মরাটিলা নামক এলাকায় রয়েছে।
ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী মোঃ কামাল হোসেন এর সাথে যোগাযোগেরর চেষ্টা করেও পাওয়া যায়নি। ক্তব্র জন্য তাকে পাওয়া যায় নি।