Homeস্লাইড নিউজশিরোনাম

পানছড়িতে মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে আহত ৪

স্টাফ রিপোর্টার: খাগড়াছড়ি জেলার পানছড়িতে সড়ক দূর্ঘটনায় ৪ জন গুরুতর আহত হয়েছে। বৃহস্পতিবার (২৩ আগস্ট) বিকাল ৫টার দিকে মরাটিলা এলাকায় এ ঘটনা ঘটে। জানায

গুইমারা রিজিয়নে ইফতার মাহফিল
মাটিরাঙ্গা সদর ইউনিয়ন পরিষদ ১২তম পর্যায়ে ত্রাণ বিতরণ, প্রধানমন্ত্রী উপহার ও শিশু খাদ্য প্রদান
বিধবা জাকিনা বেগম প্রধানমন্ত্রীর দেওয়া ঘর পেয়ে খুশী

স্টাফ রিপোর্টার: খাগড়াছড়ি জেলার পানছড়িতে সড়ক দূর্ঘটনায় ৪ জন গুরুতর আহত হয়েছে। বৃহস্পতিবার (২৩ আগস্ট) বিকাল ৫টার দিকে মরাটিলা এলাকায় এ ঘটনা ঘটে।

জানাযায়, দুটি মোটর সাইকেলের মুখোখুখি সংঘর্ষে পানছড়ি জিয়ানগর এলাকার বাসিন্দা সেলিম মিয়ার ছেলে হাশেম মিয়া (১৭), মাটিরাঙ্গা উপজেলার তবলছড়ি সিংসাপাড়ার শাহজাহান আলীর ছেলে আবুল হাশেম (১৮), ভাগ্যপাড়ার মোশারফ হোসেনের ছেলে সোহাগ (১৮), ছালেক মিয়ার ছেলে মাসুদ রানা (১৭) গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে পানছড়ি আধুনিক হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে তিনজনকে উন্নতর চিকিৎসার জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে প্রেরণ করে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, মোটর সাইকেল দুটি বেপরোয়াভাবে চলার কারণেই এ ঘটনা ঘটেছে। ঘটনার পর পরই পানছড়ি থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং গাড়ি দুটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।