পানছড়িতে রেড ক্রিসেন্ট সোসাইটি’র উদ্যোগে শীতবস্ত্র বিতরণ
পানছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলায় রেড ক্রিসেন্ট সোসাইটি ও ব্যাক্তি মালিকানায় শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে। শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে গভীর রাত পর্যন্ত উপজেলার প্রত্যান্ত অঞ্চলের অসহায়, গরীব মানুষের মাঝে এ সকল কম্বল বিতরণ করা হয়।
শীতবস্ত্র কম্বল বিতরণ কালে উপস্থিত ছিলেন, উল্টাছড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলাম বাবুল, ব্যাংকার মোঃ আবুল কালাম আজাদ, সাংবাদিক সৈয়দ এমএ বাসার, সাংবাদিক মোফাজ্জল হোসেন ইলিয়াছ, রেড ক্রিসেন্ট সোসাইটি পানছড়ি কমিটির চীপ এডভাইজার মোঃ মোফাজ্জল হোসাইন, ডেপুটি চীপ এডভাইজার মোঃ রায়হান, আরসিওয়াই‘র সদস্যগন।
কম্বল পেয়ে নিজের কাছে ভাল লাগছে উল্লেখ করে মোঃ শামসুল হক ও ফাতেমা বেগম বলেন, রেডক্রিসেন্ট সোসাইটি ও ধনাট্য ব্যাক্তিরা সাধারণ ও গরীব মানুষের পাশে আছে বলেই গরীবরা এই বম্বল পেল। যা দিযে শীত কিছুটা হলেও নিবারণ করতে পারবো।