• July 27, 2024

পানছড়িতে শিক্ষার্থীকে সেনাবাহিনীর আর্থিক অনুদান প্রদান

মোফাজ্জল হোসেন ইলিয়াছ : খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলায় শিক্ষার্থীকে আর্থিক অনুদান প্রদান করেছে বাংলাদেশ সেনাবাহিনী। আজ সোমাবার পানছড়ি সাব জোনে এই অনুদান প্রদান করা হয়।

সকাল ৮টার দিকে ২২বীর খাগড়াছড়ি জোনের জোন অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ আরাফত হোসেন পিএসপি‘র পক্ষ থেকে পানছড়ি সাব জোনের জোন অধিনায়ক মেজর সোহেল আলম টচ্রগ্রাম বিশ^বিদ্যালয়ের অনার্স ফাইনাল পরীক্ষার্থী মোঃ নাইমুল ইসলামের হাতে এই অনুদান তুলে দেন। অপর দিকে নাইম এর ছোট ভাই রাঙ্গামাটি বিশ^বিদ্যালয় কলেজে ও ছোট বোন পানছড়ি সরকারী ডিগ্রী কলেজে অনার্স-এ লেখা-পড়া করছে।

সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশ মাতৃকার সেবায় কাজ করার আহবান জানিয়ে মেজর সোহল আলম বলেন, শিক্ষা খাতে সেনা বাহিনীর অনুদান অব্যাহত থাকবে।

প্রসঙ্গত, বাংলাদেশ সেনাবাহিনী সারা দেশের ন্যায় পার্বত্য চট্রগ্রামে শিক্ষা, চিকিৎসা, অসহায়-গরীব-দুস্থ, প্রতিবন্ধিসহ সর্বক্ষেত্রে আর্থিক অনুদান প্রদান ও সন্ত্রাসী-চাদাবাজ নির্মূল এবং অবৈধ অস্ত্র উদ্ধারে জিবণবাজী রেখে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post