পানছড়িতে শ্রমিক লীগের প্রতিষ্টা বার্ষিকী পালিত
পানছড়ি প্রতিনিধি: সারা দেশের ন্যায় খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলায় শ্রমিক লীগের ৪৯তম প্রতিষ্টা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে শুক্রবার বিকাল ৪টায় দলীয় কার্যলয়ে কেক কাটা হয়।
এ সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন-সম্পাদক বিজয় কুমার দে। আরো উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের নেতা মোঃ আবু বক্কর ছিদ্দিক, ৫নং উল্টাছড়ি ইউপি আওয়ামী লীগের সভাপতি মোঃ আহির উদ্দিন, উপজেলা যুবলীগের শিক্ষা প্রশিক্ষণ ও পাঠাগার বিষয়ক সম্পাদক এড্যা. শফিকুল আলম, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ জহিরুল আমিন রুবেল, যুগ্ন-সম্পাদক মোঃ জালাল হোসেনসহ আওয়ামীলীগের অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতা কর্মীরা।
উপজেলা শ্রমিক লীগের আহবায়ক মোঃ আলমগীর হোসেনের সভাপতিত্বে কেক কাটা পর্ব শেষে একটি র্যালি জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিত্বে পুস্পমাল্য অর্পণ করা হয়।