পানছড়িতে সন্ত্রাসী হামলায় টমটম চালক আহত

খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলার তালতলা (বড়কোনা) এলাকায় একদল দল সন্ত্রাসীর হামলায় টমটম চালক আহত হয়েছে। সোমবার সকাল ১১টার দিকে এঘটনা ঘটে।

পারিবারিক সূত্রে জানাযায়, গত শনি ও রবিবার ইউনাইট্রেড ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) এর অবরোধ চলাকালে গাড়ী চালানোর অভিযোগ এতে উপজেলার আইয়ুবনগর এলাকার বাসিন্দা অজিত মিয়ার ছেলে মোঃ আঃ রহিম (২৪)‘কে ৮/১০ জনের একটি অজ্ঞাত সন্ত্রাসী দল মারধর করে। এতে রহিম গুরুতর আহত হয়। আহতকে স্থানীয় ও সঙ্গীয় গাড়ী চালকরা উদ্ধার করে পানছড়ি হাসপাতালে এনে ভর্তি করেছে।

পানছড়ি থানা অফিসার্স ইনচার্জ মোঃ মিজানুর রহমান বলেন, সদর থেকে ৫কিলো ভেতরে গাড়ী নিয়ে গিয়েছিল ওখানে মারধর করা হয়েছে, যা আমরা খতিয়ে দেখছি।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post