Homeস্লাইড নিউজশিরোনাম

পানছড়িতে সন্ত্রাসী হামলায় টমটম চালক আহত

খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলার তালতলা (বড়কোনা) এলাকায় একদল দল সন্ত্রাসীর হামলায় টমটম চালক আহত হয়েছে। সোমবার সকাল ১১টার দিকে এঘটনা ঘ

প্রযুক্তি নির্ভর জ্ঞান ভবিষ্যৎ সমাজকে অধিকতর আলোকিত করতে সক্ষম হবে -কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি
পানছড়িতে ত্রিপুরা স্টুডেন্টস্ ফোরামের কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও বই বিতরণ
মহালছড়িতে সিএইচটি মিডিয়া ২৪ডটকম’র ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলার তালতলা (বড়কোনা) এলাকায় একদল দল সন্ত্রাসীর হামলায় টমটম চালক আহত হয়েছে। সোমবার সকাল ১১টার দিকে এঘটনা ঘটে।

পারিবারিক সূত্রে জানাযায়, গত শনি ও রবিবার ইউনাইট্রেড ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) এর অবরোধ চলাকালে গাড়ী চালানোর অভিযোগ এতে উপজেলার আইয়ুবনগর এলাকার বাসিন্দা অজিত মিয়ার ছেলে মোঃ আঃ রহিম (২৪)‘কে ৮/১০ জনের একটি অজ্ঞাত সন্ত্রাসী দল মারধর করে। এতে রহিম গুরুতর আহত হয়। আহতকে স্থানীয় ও সঙ্গীয় গাড়ী চালকরা উদ্ধার করে পানছড়ি হাসপাতালে এনে ভর্তি করেছে।

পানছড়ি থানা অফিসার্স ইনচার্জ মোঃ মিজানুর রহমান বলেন, সদর থেকে ৫কিলো ভেতরে গাড়ী নিয়ে গিয়েছিল ওখানে মারধর করা হয়েছে, যা আমরা খতিয়ে দেখছি।