• July 27, 2024

পানছড়িতে সরকারি ত্রাণের ঢেউটিন উদ্ধার

স্টাফ রিপোর্টার: খাগড়াছড়ি জেলার পানছড়িতে ত্রাণ মন্ত্রনালয়ের ২০১৭-১৮ অর্থবছরের সাধারণ বরাদ্ধের ২৭ বান্ডিল টিন অবৈধভাবে বাজার জাত করায় অভিযোগের ভিত্তিতে ১২৭ পিছ উদ্ধার করে  উপজেলা প্রশাসন।
জানা যায়, পানছড়ি উপজেলায় ২০১৭-১৮ অর্থবছরের ত্রাণ মন্ত্রনালয় হতে বিভিন্ন প্রতিষ্ঠান- দুঃস্থদের মাঝে বিতরণের জন্য সাধারণ বরাদ্ধের ২৭ বান্ডিল ঢেউটিন আসে। প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার আশেকুর রহমানের তথ্য মতে ( ১) কংচারী পাড়া মায়াবিণী লেক পর্যটন কেন্দ্রে,কংচারী পাড়া -৪ বান্ডিল (২) উপজেলা জামে মসজিদ, পানছড়ি -১ বান্ডিল (৩) ওমরপুর মাদ্রাসা ও হেফজখানা, উল্টাছড়ি-২ বান্ডিল (৪) জিরানী খোলা প্রাথমিক বিদ্যালয়- ৫ বান্ডিল (৫) লোগাং বাজার বিগ্রহ কালী মন্দির, লোগাং বাজার-২ বান্ডিল (৬) যুবনিকা চাকমা, ধুদুকছড়া- ২ বান্ডিল (৭) মনোয়ারা বেগম, ছনটিলা- ১ বান্ডিল (৮) আব্দুল মালেক মালু,দমদম -২ বান্ডিল (৯) রিজার্ভ, উপজেলা পরিষদ-১ বান্ডিল (১০) সুমিতা ত্রিপুরা, নব রঞ্জন কার্বারী পাড়া -১ বান্ডিল (১১) মিন্টু সাওতাল, সাওতাল পাড়া- ১ বান্ডিল (১২) রতœা শীল, সাওতাল পাড়া Ñ১ বান্ডিল (১৩) রেনু দত্ত, সাওতাল পাড়া Ñ১ বান্ডিল (১৪) মানিক সাওতাল, সাওতাল পাড়া -১ বান্ডিল (১৫) সুমি আক্তার, কলোনী পাড়া -১ বান্ডিল (১৬) আমেনা আক্তার, কলোনী পাড়া-১ বান্ডিল সহ মোট ২৭ বান্ডিল (২১৬ পিছ) টিন বিতরণ করা হয়েছে।
১৫ এপ্রিল/২০১৮ উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট ওমরপুর গ্রামের বাসিন্দা মোঃ জমসেদ আলী ত্রান মন্ত্রণালয়ের ঢেউটিন অবৈধভাবে আত্মসাতের অভিযোগ করে। ১৬ এপ্রিল /২০১৮ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবুল হাসেম সরজমিনে তদন্তে প্রকল্প বাস্তবায়ন অফিসের মাষ্টার রোলের কর্মচারী মোঃ মাসুদ রানা, পিতা-সাদের আলী,ওমরপুর-এর বাড়ী ও বিভিন্ন স্থানে লুকিয়ে রাখা ১২৭ পিছ ঢেউটিন উদ্ধার করে উপজেলা মিলনায়তনে সংরক্ষণ রাখেন। প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশেকুর রহমানের নিকট ” ত্রাণ সামগ্রী-বিক্রয় নিষিদ্ধ, সরকারী সম্পদ কিভাবে মাসুদের বাড়ীতে যায় ?” জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি আমার জানা নাই। মাসুদ অন্যায় করে থাকলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post