পানছড়িতে সেনাবাহিনীর চিকিৎসা সেবা

মোফাজ্জল হোসেন ইলিয়াছ: খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলা দূর্গম কুরাল্যাছড়ি ও এর আশপাশ এলাকায় বসবাসরত উপজাতীয়দের বিনা মূল্যে চিকিৎসা সেবা দিয়েছে বাংলাদেশ স

মহালছড়িতে শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা
লক্ষ্মীছড়িতে ভারত ফেরত ৩জন হোম কোয়ারেন্টাইনে, সাপ্তাহিক হাট বাজার বন্ধ
বুধবার থেকে শুরু হচ্ছে লক্ষ্মীছড়ি জোন কমান্ডারর্স কাপ ফুুটবল টুর্নামেন্ট

মোফাজ্জল হোসেন ইলিয়াছ: খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলা দূর্গম কুরাল্যাছড়ি ও এর আশপাশ এলাকায় বসবাসরত উপজাতীয়দের বিনা মূল্যে চিকিৎসা সেবা দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।

খাগড়াছড়ি সদর জোনের উদ্যোগে ও পানছড়ি সাব জোনের তত্ত্বাবোধানে সোমবার সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত চিকিৎসা সেবা প্রদান করেন, মেডিসিন বিশেষজ্ঞ লেঃ কর্ণেল মোঃ মিজানুর রহমান তালুকদার ও সার্জিক্যাল বিশেষজ্ঞ মেজর মোঃ ইনামুল হক। এ সময় আরো উপস্থিত ছিলেন পানছড়ি সাব জোনের জোন অধিনায়ক মেজর সোহেল আলম।

এ বারেরমেডিকেল ক্যাম্পিং এ প্রায় আড়াই শতাধিক অসহায়, গরীব এবং অসুস্থ উপজাতীয়দের মাঝে চিকিৎসা প্রদান ও বিনামুল্যে ওষুধ বিতরণ করা হয়।