• September 8, 2024

পানছড়িতে সেনাবাহিনীর চিকিৎসা সেবা

মোফাজ্জল হোসেন ইলিয়াছ: খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলা দূর্গম কুরাল্যাছড়ি ও এর আশপাশ এলাকায় বসবাসরত উপজাতীয়দের বিনা মূল্যে চিকিৎসা সেবা দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।

খাগড়াছড়ি সদর জোনের উদ্যোগে ও পানছড়ি সাব জোনের তত্ত্বাবোধানে সোমবার সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত চিকিৎসা সেবা প্রদান করেন, মেডিসিন বিশেষজ্ঞ লেঃ কর্ণেল মোঃ মিজানুর রহমান তালুকদার ও সার্জিক্যাল বিশেষজ্ঞ মেজর মোঃ ইনামুল হক। এ সময় আরো উপস্থিত ছিলেন পানছড়ি সাব জোনের জোন অধিনায়ক মেজর সোহেল আলম।

এ বারেরমেডিকেল ক্যাম্পিং এ প্রায় আড়াই শতাধিক অসহায়, গরীব এবং অসুস্থ উপজাতীয়দের মাঝে চিকিৎসা প্রদান ও বিনামুল্যে ওষুধ বিতরণ করা হয়।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post