পানছড়িতে সেনাবাহিনী কর্তৃক আসবাবপত্র. কম্বল ও অর্থ বিতরণ
মোফাজ্জল হোসেন ইলিয়াছ: খাগড়াছািড় জেলার পানছড়ি উপজেলায় সেনাবাহিনী কর্তৃক নানা সামগ্রী মঙ্গলবার (৫ই ফেব্রুয়ারী) সকালের দিকে বিতরণ করা হয়েছে।
বিতরণকৃত সামগ্রীর মধ্যে রয়েছে ৪নং লতিবার ইউপির ভাইবোনছড়া কলেজে টুল, কংচাইরীপাড়ায় অসহায়দের জন্য কম্বল ও ৫নং উল্টাছড়ি ইউপির জিয়ানগর এবং মোল্লাপাড়ায় অসহায়/ আগুনে পোড়া ক্ষতিগ্রস্থদের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। এছাড়াও পুলিনপুর এলাকায় যাত্রী ছাউনীর উদ্বোধন করা হয়েছে।
প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এ সকল সামগ্রী বিতরণ করেন, খাগড়াছড়ি সদর জোনের জোন অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ আরাফাত হোসেন পিএসসি। এছাড়া আরো উপস্থিত ছিলেন, পানছড়ি সাব জোন কমান্ডার মেজর সোহেল আলম, ভাইবোনছড়া ইউপি চেয়ারম্যান হিরণ জয় ত্রিপুরা, ৪নং লতিবান ইউপি চেয়ারম্যান কিরণ ত্রিপুরা, ৫নং উল্টাছড়ি ইউপি চেয়ারম্যান বিজয় চাকমা প্রমূখ।