• July 27, 2024

পানছড়িতে স্যানিটারি ন্যাপকিন ও প্রশাসনের পরিচ্ছন্নতা অভিযান

মোফাজ্জল হোসেন ইলিয়াছ: খাগড়াছড়ি জোনের অধীনে পানছড়ি সাব জোন এর তত্ববধানে পরিচালিত উপজেলার দরীদ্র শিক্ষার্থীদের বেসিক কম্পিউটার কোর্সের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্টান সোমাবার সকাল ১১টায় সম্পন্ন হয়েছে।এ উপলক্ষে সাব জোন কম্পাউন্ডে সনদ বিতরণ পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সাব জোনের জোন অধিনায়ক মেজর সোহেল আলম। বিষেশ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ তৌহিদুল ইসলাম। এতে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান চন্দ্র দেব চাকমা, মনিকা ত্রিপুরা, ৩নং পানছড়ি সদর ইউপি চেয়ারম্যান মোঃ নাজির হোসেন, কম্পিউটার কোর্সের প্রথম স্থান অধিকারী আসিফ তানভীর প্রমূখ। প্রসঙ্গত, ৩য় ব্যাচের ১৮জন শিক্ষার্থী দুই মাস ব্যাপী এই প্রশিক্ষনে অংশ গ্রহণ করেন। আলোচনা সভা শেষে এইচএসসি পরীক্ষায় অংশ গ্রহণ করে জিপিএ পাওয়া জিয়ারনগর এলাকার এক শিক্ষার্থীকে নগদ অনুদান প্রদান করে সাব জোন অধিনায়ক মেজর সোহেল আলম।

ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলা প্রশাসনের আয়োজনে সকাল ১০টায় র‌্যালী অনুষ্টিত হয়েছে। র‌্যালী শেষে মুক্তিযোদ্ধা স্কয়ারে বাজার উন্নয়ন কমিটির সভাপতি হেদায়েত আলী তালুকদারের সভাপতিত্বে আলোচনা সভায় সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ তৌহিদুল ইসলাম। এতে বক্তব্য রাখেন, থানা অফিসার্স ইনচার্জ মোঃ নুরুল আলম, ৩নং পানছড়ি সদর ইউপি চেয়ারম্যান মোঃ নাজির হোসেন, বাজার উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক আবুল কাশেম প্রমূখ। এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা আলা উদ্দিন শেখ, উপজেলা আওয়ামীলীগের শিক্ষা ও মানব সম্পাদক বিষয়ক সম্পাদক মোঃ মতিউর রহমান মতি প্রমূখ।

৩নং পানছড়ি সদর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ নাজির হোসেনের উদ্যেগে ২০১৯-২০অর্থ বছরের (এলজিএসপি-৩) এর অর্থায়নে, পানছড়ি বাজার উচ্চ বিদ্যালয় ও বালিকা উচ্চ বিদ্যালয়ের ১হাজার ছাত্রীর মাঝে বিনা মূল্যে স্যানিটারি ন্যাপকিন বিতরন করেছে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ তৌহিদুল ইসলাম। দুপুর ২টায় বাজার বিদ্যালয়ের হল রুমে স্যানিটারি ন্যাপকিন বিতরণ পূর্ব সংক্ষিপ্ত আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন, বাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অলি আহম্মদ, ইপসা শো প্রকল্পের ব্যবস্থাপক সাংবাদিক জসিম উদ্দিন প্রমূখ। প্রসঙ্গত, এই প্রথম কোমল মতি ছাত্রীদের জন্য উপজেলায় এ ধরণের প্রকল্প হাতে নিয়েছে ৩নং পানছড়ি সদর ইউপি।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post