পানছড়িতে ৪র্থ জাতীয় উন্নয়ন মেলার উদ্বোধন
পানছড়ি(খাগড়াছড়ি) প্রতিনিধি: “অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় বাংলাদেশ এই প্রতিপাদ্যে“ সারা দেশের ন্যায় খাগড়াছড়ি‘র পানছড়িতে জাকজমক পূর্ণ আয়োজনের মধ্যে দিয়ে ৩দিন ব্যাপী ৪র্থ জাতীয় উন্নয়ন মেলার আজ বৃহস্পতিবার সকালে উদ্বোধন করা হয়েছে।উপজেলা প্রশাসনের আয়োজনে সকাল ৯টায়, উপজেলা পরিষদ এলাকা থেকে একটি র্যালী উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ৩বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি) লোগাং জোনের জোন অধিনায়ক লেঃ কর্ণেল গোলাম মন্জুর সিদ্দিকী প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আবুল হাশেম এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি মেলা গুরুত্ব সম্পর্কে আলোচনা করেন।
পানছড়ি বাজার উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুলতান মাহমুদ এর পরিচালিত সভায় মঞ্চে আরো উপস্থিত ছিলেন, পানছড়ি সাব জোনের জোন অধিনায়ক মেজর সোহেল আলম, ৩বিজিবি‘র উপ-অধিনায়ক মেজর জিয়াউল হক, পানছড়ি উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ লোকমান হোসেন, রতœা তংচঙ্গা, থানা অফিসার্স ইনচার্জ মোঃ নুরুল আলম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ বাহার মিয়া, ৩নং পানছড়ি সদর ইউপি চেয়ারম্যান মোঃ নাজির হোসেন প্রমূখ। উপজেলা পরিষদের মাঠে অনুষ্টিত এবারের মেলায় সরকারের বিভিন্ন দপ্তর, শিক্ষা প্রতিষ্টান, সংস্থার ৪৫টি ষ্টল অংশ গ্রহণ করেছে।