স্টাফ রিপোর্টার: খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলা‘র রোহিন্দ্র কার্বারীপাড়া ও রেয়াংছড়া নামক স্থানে ইউনাইট্রেড পিপলস্ ডেমোক্রেটিক ফ্রন্ট ও জেএসএস এর মধ্যে ব
স্টাফ রিপোর্টার: খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলা‘র রোহিন্দ্র কার্বারীপাড়া ও রেয়াংছড়া নামক স্থানে ইউনাইট্রেড পিপলস্ ডেমোক্রেটিক ফ্রন্ট ও জেএসএস এর মধ্যে বন্দুকযুদ্ধের ঘটনা ঘঠেছে।
৪ মে শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত এ যুদ্ধ চলে। এতে ৩ জন আহত হয়েছে। তবে তাদের নাম জানা যায়নি। ইউপিডিএফ সমর্থিত একটি সংগঠনের এক নেতা নাম প্রকাশ না করার শর্তে এ তথ্য নিশ্চিত করেছে। জানা যায়, ১নং লোগাং ইউপির থেকে গুলির শব্দে চারিদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থলে গেলেও হতাহতের কোন খবর তারা দিতে পারেনি।
পানছড়ি থানা অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান জানায়, গুলির শব্দ শোনা গেছে তবে কোনো হতাহত হয়েছে কিনা তা নিশ্চিত কওে তিনি বলতে পারেন নি।