• February 19, 2025

পানছড়ির নতুন ইউএনও রোবাইয়া আফরোজ, মতবিনিময় সভা

 পানছড়ির নতুন ইউএনও রোবাইয়া আফরোজ, মতবিনিময় সভা

স্টাফ রিপোর্টার: পানছড়িতে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১৬ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকালে উপজেলা সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা হয়।

উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ঊষা মগের সঞ্চালনায় ও উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান চন্দ্র দেব চাকমার সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিষয়ক কর্মকর্তা ডাক্তার অনুতোষ চাকমা, পানছড়ি থানার ওসি আনচারুল করিম, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বিজয় কুমার দেব, ইউপি চেয়ারম্যান নাজির হোসেন। মতবিনিময় ও পরিচিতি সভায় আরো উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মনিতা ত্রিপুরা, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ আব্দুল মোমিন, ২নং চেঙ্গী ইউপি চেয়ারম্যান কালা চাঁদ চাকমা, ৪নং লতিবান ইউপি কিরন ত্রিপুরা, ৫নং উল্টাছড়ি ইউপি বিজয় চাকমাসহ গন্যমান্য ব্যক্তিবর্গ।

উল্লেখ্য জেলার মানিকছড়ি উপজেলার সহকারী কমিশনার (ভূমি) রোবাইয়া আফরোজ পানছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসাবে যোগদান করে।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post