• September 11, 2024

পানছড়ি‘র পদ্মিনিপাড়ায় স্বরস্বতী পুজা উপলক্ষে আলোচনা সভা

স্টাফ রিপোর্টার: শ্রী শ্রী স্বরস্বতী পুজা উপলক্ষে খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলার পদ্মিনি পাড়ায় আলোচনা সভা অনুষ্টিত হয়েছে। এ উপলক্ষে সোমাবার দুপুর ২টার দিকে পানছড়ি মড়াটিলা পদ্মিনি পাড়ায় গ্রামের ছাত্র/ছাত্রী উদ্যোগে গ্রামবাসীদের নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।  গ্রামের কার্বারী বীরবালা ত্রিপুরা সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য খগেশ্বর ত্রিপুরা।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উল্টাছড়ি ইউপি চেয়ারম্যান বিজয় চাকমা, সাবেক চেয়ানম্যান সুব্রত চাকমা, ত্রিপুরা কল্যান সংসদ সদর কমিটির সাধারণ সম্পাদক বিপ্লব কান্তি ত্রিপুরা, পানছড়ি কমিটি‘র সভাপতি মনীন্দ্র ত্রিপুরা, সাধারণ সম্পাদক সুর্য কিরন ত্রিপুরা, পানছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মংসাথোয়াই চৌধুরি, আওয়ামী লীগ নেতা আনোয়ার হোসেন বাচ্চু, বাদশা কুমার কার্বারি প্রমুখ।

ধর্ম যারযার আনন্দ সবার উল্লেখ করে প্রধান অতিথি বলেন, সাম্প্রদায়কি সম্প্রতি স্থান করেছে বর্তমান আওয়ামীলীগ সরকার। আর আ.লীগের কারণে ধর্ম প্রাণ মানুষ আজ নিজ নিজ ধর্ম স্বাধীন মতো পালন করতে পারছে, তাই এই ধারা অব্যাহত রাখতে হলে আবারো আওয়ামীলীগকে ভোট দিতে হবে। বসন্তের কোন কোকিলকে ভোট দেওয়া যাবে না।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post