• December 10, 2024

পানছড়ির পাইলটফ্রামে নৌকার প্রচারণা

পানছড়ি প্রতিনিধি: ২৯৮নং খাগড়াছড়ি আসনের আওয়ামীলীগের প্রার্থী কুজেন্দ্র লাল ত্রিপুরার নৌকা প্রতীকের সমর্থনে পানছড়ির পাইলটফ্রাম এলাকায় প্রচারনা সভা অনুষ্টিত হয়েছে। আজ সোমবার (২৪শে ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে পাইলটফ্রাম এলাকাবাসীর উদ্যেগে এ সভা অনুষ্টিত হয়।

উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক মোঃ জহিরুল আমিন রুবেলের পরিচালিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ বাহার মিয়া।

এতে আরো বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জয়নাথ দেব, যুগ্ন-সম্পাদক ও উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ লোকমান হোসেন, সহ-সভাপতি তপন কান্তি বৈদ্য, মুক্তিযোদ্ধা কামান্ডার মোঃ মনিরুজ্জামান, সাংগঠনিক সম্পাদক আবু তাহের প্রমূখ।

৩নং পানছড়ি সদর যুবলীগের সভাপতি মোঃ আমিরুল বসর এর সার্বিক তত্ববধানে ও মধু কুমার ত্রিপুরার সভাপতিত্বে নির্বাচনী সভায় বক্তগন, আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগ তথা উন্নয়নের প্রতীক নৌকা মার্কায় ভোট প্রার্থনা করে বলেন, দেশে দৃশ্যমান উন্নয়ন হয়েছে তাই এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আমাদের ঐক্যবন্ধভাবে কাজ করতে হবে।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post