• September 14, 2024

পানছড়ির বিভিন্ন পয়েন্টে অবস্থান ক্ষমতাসাীন দলের নেতা-কর্মীদের

পানছড়ি প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়াারপার্সন বেগম খালেদা জিয়ার মামলার রায়কে কেন্দ্র করে বৃহস্পতিবার ক্ষমতাসাীন দলের নেতাকর্মীরা পানছড়ির বিভিন্ন স্থানে অবস্থান নেয়। ।

এই রায় প্রদানের সময় বিএনপি‘র নেতা কর্মীরা যাহাতে রাজ পথে কোন রকম অঘটন ঘটানে না পারে তার জন্য খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলার গুরুত্বপূর্ণ পয়েন্টে আইন শৃংখ্যলা বাহিনীর পাশাপাশি উপজেলা আওয়ামীলীগের যুগ্ন-সম্পাদক বিজয় কুমারের নেতৃত্বে অবস্থান নিয়েছে আ.লীগ ও এর অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। কয়েকটি স্থানে ভোর থেকেই তাদের জড়ো হতে দেখা গেছে।

এ বিষয়ে উপজেলা আওয়ামীলীগের যুগ্ন-সম্পাদক বিজয় কুমার দে বলেন, জনগনের জান-মালের নিরাপত্তার স্বার্থে সারা দেশের আওয়ামীলীগের ন্যায় পানছড়ি উপজেলা আওয়ামীলীগ ও এর অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতা কর্মীদের নিয়ে আইন শৃংখ্যলা বাহিনীর ভাইদের সহায়তা করতে রাজ পথে আছি।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post