পানছড়ি ইউপি চেয়ারম্যান’র উপর হামলার প্রতিবাদে মানিকছড়িতে প্রতিবাদ মিছিল
মানিকছড়ি প্রতিনিধি: পানছড়ি উপজেলা সদর ইউপি চেয়ারম্যান ও যুবলীগ সাধারণ সম্পাদক মো. নাজির হোসেন এর উপর সন্ত্রাসীদের হামলার প্রতিবাদে ৯ জানুয়ারি বুধবার মানিকছড়ি উপজেলা আওয়ামীলীগ এর উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামীলীগ কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে বাজার প্রদক্ষিণ করে আবার অফিসের সামনে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।
এসময় উপস্থিত ছিলেন,সাবেক উপজেলা চেয়ারম্যান ও বর্তমান জেলা পরিষদ সদস্য এম.এ. জব্বার,উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. মাঈন উদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান ও যুবলীগ সভাপতি মো. তাজুল ইসলাম বাবুল, সাবেক উপজেলা চেয়ারম্যান এম.এ. রাজ্জাক, উপজেলা আওয়ামীলীগ নেতাও সদর ইউপি চেয়ারম্যান মো. শফিকুর রহমান ফারুক, সদর আওয়ামীলীগ সভাপতি মো. আকতার হোসেন ভূইঁয়া, উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক মো. জাহেদুল আলম মাসুদ, যুবলীগ নেতা মো. সামায়উন ফরাজী সামু, যুবলীগ নেতা মো. জাহাঙ্গীর আলম, ছাত্রলীগ সভাপতি মো. আলমগীর হোসেন,সাধারণ সম্পাদক মো. মোস্তফা কামাল প্রমূখ। গতকাল ৮ জানুয়ারি পানছড়ি উপজেলা সদর ইউপি চেয়ারম্যান ও যুবলীগ সাধারণ সম্পাদক মো. নাজির হোসেন এর উপর সন্ত্রাসীরা হামলা করে।