পানছড়ি উপজেলা ছাত্রদলের আংশিক কমিটি অনুমোদন
স্টাফ রিপোর্টার: খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলা ছাত্রদলের আংশিক কমিটি অনুমোদন দিয়েছে জেলা ছাত্রদল। ২৩মে বুধবার খাগড়াছড়ি জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মো: ইব্রাহীম খলিল স্বাক্ষরিত নবগঠিত ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকের উপস্থিতিতে এ কমিটি হস্তান্তর করা হয়। অনুমোদিত এ কমিটির সভাপতি হলেন, মো: নুরুল কায়েস শিমুল, সাধারণ সম্পাদক মো: আল-আমিন ও সাংগঠনিক সম্পাদক মো: আশিকুর রহমান(আলামিন)।
৭ সদস্য বিশিষ্ট এ কমিটির অন্যান্যরা হলেন, সহ-সভাপতি মো: আজিজ চৌধুরী সুমন ও মো: লোকমান হোসেন দুলাল, যুগ্ন সম্পাদক মো: মুমিনুল ইসলাম সোহেল ও মো: সাইদুল ইসলাম।
নবগঠিত কমিটির সভাপতি মো: নুরুল কায়েস শিমুল পাহাড়ের আলোকে বলেন, দলের এ দু:সময়ে এ কমিটি অনুমোদনের মধ্য দিয়ে কার্যক্রম আরো গতিশীল হবে। খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি প্রিয় নেতা ওয়াদুদ ভূইয়ার পরামর্শ ও দিক নিদের্শনায় আগামী দিনের যে কোনো দলীয় কর্মসূচি পালনে আরো গতিশীলতা আসবে এবং উক্ত কমিটি অনুমোদনের জন্য জেলা যুবদলের নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।