পানছড়ি উপজেলা ছাত্রদলের আংশিক কমিটি অনুমোদন

স্টাফ রিপোর্টার: খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলা ছাত্রদলের আংশিক কমিটি অনুমোদন দিয়েছে জেলা ছাত্রদল। ২৩মে বুধবার খাগড়াছড়ি জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মো

মহালছড়িতে ধষর্ণের অভিযোগ
পানছড়ি আ.লীগের সাংগঠনিক সম্পাদক আলমগীরকে আশংকাজনক অবস্থায় চমেক প্রেরণ
রামগড় জোন কর্তৃক দুস্থ্য মহিলাকে গবাদি পশু বিতরণ

স্টাফ রিপোর্টার: খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলা ছাত্রদলের আংশিক কমিটি অনুমোদন দিয়েছে জেলা ছাত্রদল। ২৩মে বুধবার খাগড়াছড়ি জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মো: ইব্রাহীম খলিল স্বাক্ষরিত নবগঠিত ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকের উপস্থিতিতে এ কমিটি হস্তান্তর করা হয়। অনুমোদিত এ কমিটির সভাপতি হলেন, মো: নুরুল কায়েস শিমুল, সাধারণ সম্পাদক মো: আল-আমিন ও সাংগঠনিক সম্পাদক মো: আশিকুর রহমান(আলামিন)।

৭ সদস্য বিশিষ্ট এ কমিটির অন্যান্যরা হলেন, সহ-সভাপতি মো: আজিজ চৌধুরী সুমন ও মো: লোকমান হোসেন দুলাল, যুগ্ন সম্পাদক মো: মুমিনুল ইসলাম সোহেল ও মো: সাইদুল ইসলাম।

নবগঠিত কমিটির সভাপতি মো: নুরুল কায়েস শিমুল পাহাড়ের আলোকে বলেন, দলের এ দু:সময়ে এ কমিটি অনুমোদনের মধ্য দিয়ে কার্যক্রম আরো গতিশীল হবে। খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি প্রিয় নেতা ওয়াদুদ ভূইয়ার পরামর্শ ও দিক নিদের্শনায় আগামী দিনের যে কোনো দলীয় কর্মসূচি পালনে আরো গতিশীলতা আসবে এবং উক্ত কমিটি অনুমোদনের জন্য জেলা যুবদলের নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।