• October 12, 2024

পানছড়ি জোনে মতবিনিময় সভা

পানছড়ি প্রতিনিধি: পানছড়ি উপজেলায় ১৪ই বেংগল খাগড়াছড়ি সদর জোনের আওতাধীন (সদর জোনের উদ্যেগে) পানছড়ি সাব জোনে আয়োজনে উপজেলার শান্তি, শৃংখলা এবং সাম্প্রদায়িক সম্প্রতি রক্ষার লক্ষে মতবিনিময় সভা আজ রবিবার সকাল ১১টায় সাব জোনের হল রুমে অনুষ্টিত হয়েছে। এতে উপস্থিত ছিলেন, ১৪ই বেংগল খাগড়াছড়ি সদর জোনের জোন জোন অধিনায়ক লেঃ কর্ণেল জিএম সোহাগ পিএসসি, ২২বীর এর নবাগত জোন অধিনায়ক লেঃ কর্ণেল সামস্ পিএসসি। আরো উপস্থিত ছিলেন ১৪ই বেংগলের উপ-অধিনায়ক মেজর মাহি আহমেদ চৌধুরী, পানছড়ি সাব জোনের জোন অধিনায়ক মেজর রেজা আহমেদ, পানছড়ি সাব জোনের নবাগত জোন অধিনায়ক মেজর সোহলে আলম প্রমূখ।
এসময় মতামত প্রদান করেন উপজেলা চেয়ারম্যান সর্বোত্তম চাকমা, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ বাহার মিয়া, ১নং লোগাং ইউপি চেয়ারম্যান প্রত্যুত্তর চাকমা, ২নং চেঙ্গী ইউপি চেয়ারম্যান কাঁলা চাঁদ চাকমা, ৩নং পানছড়ি সদর ইউপি চেয়ারম্যান নাজির হোসেন প্রমূখ। দায়িত্ব পালনকালে পানছড়ির নির্বাচিত জনপ্রতিনিধি, রাজনৈতিক দলের নেতৃবর্গ, সুশিল সমাজ এর প্রতিনিধি ও সাংবাদিকদের কাছ থেকে সহযোগীতা পাওয়ায় সবাইকে ধন্যবাদ জানান এবং নবাগত জোন কমান্ডারকে সহযোগীতার আহবান জানান বিদায়ী জোন কমান্ডার জিএম সোহাগ পিএসসি।

পাশাপাশি বিগত দিনের মতো সর্বাত্ত্বক সহযোগীতা কামনা করে ২২বীরের নবাগত জোন কমান্ডার লেঃ কর্ণেল সামস্ পিএসসি বলেন, সকল মানুষের সাহায্য ও হযোগীতার মাধ্যমে এলাকার শান্তি ও সম্প্রতি রক্ষা করার আহবান জানান তিনি।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post