• December 9, 2024

পানছড়ি বাজারে আগুনে পুড়েছে বসত বাড়িসহ ১৫ দোকান

স্টাফ রিপোর্টার: খাগড়াছড়ির পানছড়ি বাজারে আগুনে পুড়ে গেছে বসতবাড়ীসহ ১৫টি দোকান। সেনাবাহিনী, বিজিবি, পুলিশ ও স্থানীয়রা প্রায় এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে বলে জানা গেছে। তবে তাৎক্ষকিভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা সম্ভব হয়নি।

পানছড়ি থানার অফিসার্স ইনচার্জ উত্তম চন্দ্র দেব সাংবাদিকদের জানান, শনিবার রাত সাড়ে ৮টায় পানছড়ি বাজারের পশ্চিম পাশে আগুনের ঘটনা ঘটে। খবর পেয়ে সেনাবাহিনী, বিজিবি, পুলিশের সদস্য ও স্থানীয়রা প্রায় এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে কিভাবে আগুনের সূত্র হয়েছে তিনি জানাতে পারেননি। আগুন লাগার প্রায় এক ঘন্টা পর খাগড়াছড়ি সদর থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post