পানছড়ি সদর ইউনিয়নে উন্মুক্ত বাজেট ঘোষণা

খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ি জেলার পানছড়ি সদর ইউপির উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। ৫ মে রবিবার সকাল ১১টায় ইউনিয়ন পরিষদের হল রুমে এ উপলক্ষে আলোচনা সভা

পিতা-কন্যার এক সঙ্গে এসএসসি পাস
খাগড়াছড়িতে ছাত্রলীগের পৃথক বিক্ষোভ মিছিল
মানিকছড়িতে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন

খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ি জেলার পানছড়ি সদর ইউপির উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। ৫ মে রবিবার সকাল ১১টায় ইউনিয়ন পরিষদের হল রুমে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্টিত হয়।

৩নং পানছড়ি সদর ইউপি চেয়ারম্যান মোঃ নাজির হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি জেলার অতিরিক্ত জেলা প্রশাসক ও ডিডিএলজি মুহাম্মদ আবুল হাশেম।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, পানছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তৌহিদুল ইসলাম, ডিএফ অরুনদর্শী চাকমা, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ বাহার মিয়া, পানছড়ি থানার এসআই মোঃ জসিম উদ্দীন প্রমূখ।

মোঃ নাজির হোসেনকে মেধাবী, কর্মদক্ষ ও জনবান্ধব একজন চেয়ারম্যান হিসাবে উল্লেখ করে প্রধান অতিথি বলেন, চেয়ারম্যানের হাত ধরে বাজারের অনেক উন্নয়ন হয়েছে, আগামীতেও উন্নয়ন হবে। যে সকল ইউপি সদস্য বাজেট সভায় আসেনি তাদের নাম জেলা প্রশাসকের কার্যালয়ে পাঠানোর আহবান জানিয়ে ডিডিএলজি আরো বলেন, সবাই সম্মনয় করে এলাকার উন্নয়ন করতে হবে। বাজেট সভায় পানছড়ি সদর ইউপি সচিব মোঃ নজরুল ইসলাম ৯৯ লাখ ৩৫ হাজার টাকার বাজেট ঘোষণা করেন।