পানছড়ি সরকারি কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্টান
মোফাজ্জল হোসেন ইলিয়াছ: পানছড়ি সরকারি কলেজের আয়োজনে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (২৭ মার্চ) দুপুরে পানছড়ি সরকারি কলেজের হল রুমে এ অনুষ্টান সম্পন্ন হয়।
প্রতিষ্টানটির অধ্যক্ষ সমীর দত্ত চাকমার সভাপতিত্বে অনুিষ্ঠত সভায় বক্তব্য রাখেন অর্থনীতি বিভাগের অধ্যাপক শান্তি ময় চাকমা, বাংলা বিভাগের অধ্যাপক সত্যজিৎ চৌধুরী, অনার্স ৪র্থ বর্ষের ছাত্র রেদোয়ান হোসেন, পরীক্ষার্থী শরিফুল ইসলাম ও ১ম বর্ষের ছাত্রী জিনি চাকমা প্রমুখ।