পানছড়ি সাব জোনে ঈদ শুভেচ্ছা বিনিময়

মোফাজ্জল হোসেন ইলিয়াছ: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে পানছড়ির সুশীল সমাজ ও জনপ্রতিনিধিদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় প্রীতিভোজের আয়োজন করে পানছড়ি সাব জোন। শনিব

গুইমারায় সয়াবিন তেল বেশি দামে বিক্রি করায় জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত
খাগড়াছড়ি বিআরডিবি কর্মকর্তা-কর্মচারীদের দক্ষতা বৃদ্ধি-কাজের উৎসাহ বাড়াতে কর্মশালা ও পুরস্কার বিতরণ
রামগড়ে শিক্ষিত নারীদের আত্ম-কর্মসংস্থানে বিউটিফিকেশন প্রশিক্ষণের উদ্বোধন

মোফাজ্জল হোসেন ইলিয়াছ: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে পানছড়ির সুশীল সমাজ ও জনপ্রতিনিধিদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় প্রীতিভোজের আয়োজন করে পানছড়ি সাব জোন। শনিবার দুপুরে সাব জোন মিলনায়তনে এ ঈদ শুভেচ্ছা বিনিময় ও প্রীতিভোজের আয়োজন করা হয়।

সাব জোন অধিনায়ক মেজর মাকসুদ এর উপস্থিতে আরো উপস্থিত ছিলেন, ক্যাপ্টেন আসিফ, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও পানছড়ি ডিগ্রি কলেজ অধ্যক্ষ সমীর দত্ত চাকমা, পানছড়ি উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোঃ বাহার মিয়া, ৩নং পানছড়ি ইউপি চেয়ারম্যান মোঃ নাজির হোসেন, বাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অলি আহমেদ, উল্টাছড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম বাবুল, বাজার উন্নয়ন কমিটির সভাপতি হেদায়েত আলী তালুকদার, মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ মনিরুজ্জামন প্রমূখ। ভোজ শেষে দেশ ও জাতি সমৃদ্ধি এবং সেনা সদস্যদের উজ্জল ভবিষ্যৎ কামনা করে মোনাজাত পরিচালনা করেন মাওলানা আবুল খায়ের।