• April 22, 2025

পারভেজ হত্যার প্রতিবাদে দীঘিনালায় ছাত্রদলের মানববন্ধন

 পারভেজ হত্যার প্রতিবাদে দীঘিনালায় ছাত্রদলের মানববন্ধন

মো: আল আমিন, দীঘিনালা।

প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা জাহিদুল ইসলাম পারভেজ হত্যার প্রতিবাদে কেন্দ্রীয় ছাত্রদলের কর্মসূচির অংশ হিসেবে খাগড়াছড়ির দীঘিনালায় মানববন্ধন করেছেন দীঘিনালা সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদল।

সোমবার সকাল ১১ টায় দীঘিনালা সরকারি ডিগ্রি কলেজ এর সামনে মানববন্ধনে কলেজ ছাত্রদলের আহবায়ক মোস্তফা কামাল এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক জ্ঞান চাকমা, প্রচার সম্পাদক শামসু রানা, ছাত্রবিষয়ক সম্পাদক মনির হোসেন মনু, উপজেলা যুবদলের আহবায়ক মোতালেব হোসেন, উপজেলা ছাত্রদলের আহবায়ক লোকমান হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ওসমান গনি প্রমুখ।

মানববন্ধনে বক্তরা বক্তব্যে বলেন, প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা জাহিদুল ইসলাম পারভেজ এর হত্যাকারীদের অচিরেই গ্রেফতারপৃবক শান্তি ব্যবস্থা গ্রহণ করা না হলে বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে বলে জানান।

ছাত্রদলের মানববন্ধনে একাত্বতা প্রকাশ করে অংশ নেয় উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল সহ অংগ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post

Leave a Reply