পার্বত্য প্রেসক্লাবের অর্থায়নে অসহায় বিধবার ঘর নির্মাণের জন্য ঢেউটিন প্রদান

পার্বত্য প্রেসক্লাবের অর্থায়নে অসহায় বিধবার ঘর নির্মাণের জন্য ঢেউটিন প্রদান

খাগড়াছড়ি প্রতিনিধি: দৈনিক সবুজ পাতার দেশ ও পার্বত্য প্রেস ক্লাবের অর্থায়নে অসহায় বিধবার বসত ঘর নির্মাণেরজন্য ঢেউটিন প্রদান করা হয়েছে। ১৩ ফেব্রুয়ারী রব

পানছড়ি-শনটিলা সড়ক মেরামত না হওয়ায় জনমনে ক্ষোভ
ব্যবসায়ীদের উপর হামলার প্রতিবাদে পানছড়িতে বিক্ষোভ মিছিল
ব্রেকিং নিউজ: খাগড়াছড়ি আসনে চিঠি পেলেন কুজেন্দ্র লাল ত্রিপুরা

খাগড়াছড়ি প্রতিনিধি: দৈনিক সবুজ পাতার দেশ ও পার্বত্য প্রেস ক্লাবের অর্থায়নে অসহায় বিধবার বসত ঘর নির্মাণেরজন্য ঢেউটিন প্রদান করা হয়েছে। ১৩ ফেব্রুয়ারী রবিবার বিকালে খাগড়াছড়ি জেলা সদও শালবন গ্রামের দরিদ্র ছকিনা বেগমের (৭০) বসত ঘর নির্মাণের জন্য ঢেউটিন তুলে দেন দৈনিক সবুজপাতার দেশ পত্রিকার সম্পাদক মো: জুলহাস উদ্দিন ও যায়যায় দিন পত্রিকার স্টাফ রিপোর্টার রিপন সরকার। ছকিনা বেগম শালবন গ্রামের প্রয়াত নিজাম উদ্দিনের স্ত্রী।

বিধবা ছকিনা বেগমের বসত ঘর খানা বসবাসের অনুপযোগী। সরকারী ঘর বরাদ্ধ পাওয়া অথবা ভাঙ্গা ঘরখানা মেরামতে জন্য বিভিন্ন দ্বারে দ্বারে ঘুরে তিনি ক্লান্ত। হয়তঅদুরভবিষ্যতে সরকার প্রদত্ত একখানা বসতঘর পেতে পারেন। কিন্তু বর্তমানে তার বসত ঘর খানার অসস্থা খুবই নাজুক। বৃষ্টির পানি পড়ে। চালের টিনগুলো ছিদ্র হয়ে গেছে অনেক আগেই। তাই দরিদ্র ছকিনা বেগমের বসত ঘর তৈরির জন্য ঢেউ টিন প্রদানের উদ্যোগ গ্রহণ কওে পার্বত্য প্রেসক্লাব ও দৈনিকসবুজপাতার দেশ পত্রিকার পরিবার।