পাহাড়ে আবহাওয়া পরিবর্তনের সাথে বাড়ছে চিকেন পক্স
খাগড়াছড়ি প্রতিনিধি: পাহাড়ের আবহাওয়া পরিবর্তনের সাথে সাথে শিশু-কিশোরদের মাঝে ইনফ্লুয়েঞ্জার মতোই ভাইরাস ঘটিত ছোঁয়াছে রোগ চিকেন পক্স দেখা দিয়েছে খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলার দুর্গম পাহাড়ী এলাকায়।
সরজমিনে গত ৩০ মার্চ থেকে ৩রা এপ্রিল পর্যন্ত দুর্গম এ অঞ্চলে করোনা ভাইরাসের জনসচেতনতায় স্যানিটারাইজ ও খাদ্য সহায়তায় নিয়ে গেলে চিকেন ফক্সের রোগীদের দেখা মিলে। গ্রাম সমুহের মধ্যে ১নং লোগাং ইউনিয়নের রামতনুপাড়া,খেদারাছড়া, ৫নং উল্টাছড়ি ইউনিয়নের রহিন্দ্রপাড়া, মরাটিলা, ৪নং লতিবান ইউনিয়নের গঙ্গারামপাড়ায়।
এ প্রসঙ্গে পানছড়ি হাসপাতালের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার অনুতোষ চাকমা বলেন, আবহাওয়া পরিবর্তনের কারণেই এই রোগের প্রকোপ বেশি দেখা দেয়। জানুয়ারী থেকে জুন মাস পর্যন্ত চিকেন ফক্স হওয়ার আশংকা বেশি থাকে। ইনফ্লুয়েঞ্জার মতোই এটিও একটি ভাইরাস ঘটিত ছোঁয়াছে রোগ।
তবে এটি জটিল রোগ নয়, অ্যান্টি ভাইরাল ওষুধ আছে। জনসচেতনতায় বৃদ্ধি এবং চিকিৎসা সরঞ্জামাদিসহ আমি ও আমার মেডিক্যাল টিম কাজ করছি।