• December 27, 2024

পাহাড়ে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কল্যাণে কাজ করছে সেনাবাহিনী -কংজরী চৌধুরী

মোঃ শাহ আলম, গুইমারা:  পার্বত্য চট্টগ্রামে আইন-শৃংখলা রক্ষার পাশাপাশি পিছিয়ে পড়া জনগোষ্ঠীর আত্মসামাজিক উন্নয়নে কাজ করে যাচ্ছে সেনাবাহিনী মন্তব্য করে খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী বলেছেন পার্বত্যাঞ্চলের মানষ শান্তিপ্রিয়। সরকারও পাহাড়ে শান্তি প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে। পার্বত্য চট্টগ্রামে সেনাবাহিনী সরকারকে সহযোগীতা করছে। উন্নয়নের এধারা অব্যাহত রেখে দেশকে এগিয়ে নিতে সবাইকে শান্তিপূর্ণ সহাবস্থান বজায় রেখে কাজ করতে হবে। সকালে খাগড়াছড়ি’র গুইমারায় ১৪ফিল্ড রেজিমেন্টে আর্টিলারী সিন্দুকছড়ি সেনাজোনের চিকিৎসা কেন্দ্র(এম.আই রুম) এর নতুন ভবনের ভিত্তি প্রস্থর স্থাপনকালে এসব কথা বলেন তিনি।

এসময় অন্যান্যের মধ্যে সিন্দুকছড়ি জোন অধিনায়ক লেঃ কর্ণেল রুবায়েত মাহমুদ হাসিব, উপ-অধিনায়ক মেজর তৌহিদ সালাউদ্দিন, গুইমারা উপজেলা চেয়ারম্যান উশ্যেপ্রু মারমা, উপজেলা নির্বাহী কর্মকর্তা পঙ্কজ বড়ুয়া সহ সামরিক পদস্থ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত: ২০১৮সালে সিন্দুকছড়ি জোন এম.আই.রুমের মাধ্যমে পাহাড়ের হতদরিদ্র পাহাড়ী-বাঙ্গালী প্রায় ১২হাজার রোগীকে বিনামুল্যে চিকিৎসা সেবা প্রদান করেছে। এধারা অব্যাহত থাকবে বলে জোন অধিনায়ক লেঃ কর্ণেল রুবায়েত মাহমুদ হাসিব।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post