• March 27, 2025

পাহাড় কাটার অপরাধে সেলিম এন্ড ব্রাদার্সকে ৫০ হাজার টাকা জরিমানা

মাটিরাঙ্গা প্রতিনিধি: খাগড়াছড়ির মাটিরাঙ্গায় পাহাড় কাটার অপরাধে সেলিম এন্ড ব্রাদার্স নামের একটি ঠিকাদারী প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত ।

১৫ ফেব্রুয়ারি দুপুরে তবলছড়ির দিকে যাওয়ার সময় মাটিরাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও ভারপ্রাপ্ত ইউএনও মোহাম্মাদ আলী এই রায় দেন। ১৯৯৫ সালের পরিবেশ সংরক্ষন আইনে এ জরিমানা করা হয় বলে জানা গেছে, ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী সুত্র।

জানা গেছে, মাটিরাঙ্গা উপজেলাধীন মাটিরাঙ্গা-তবলছড়ি সড়কের ডাকবাংলা এলাকায় নির্মিত সেতুতে মাটি ভরাটের জন্য পাশের মাদরাসা পাড়া এলাকার একটি পাহাড় থেকে মাটি কেটে নিচ্ছিল ঠিকাদারী প্রতিষ্ঠান সেলিম এন্ড ব্রাদার্স। ভ্রাম্যমান আদালত সুত্রে জানা গেছে, মাটিরাঙ্গায় পাহাড় কাটার বিষয়ে কোন ধরনের ছাড় দেয়া হবেনা। ভবিষ্যতেও পাহাড় কাটার বিরুদ্ধে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post