খালেদা জিয়ার মুক্তির দাবিতে পুলিশের বাধায় খাগড়াছড়িতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

স্টাফ রিপোর্টার: বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে খাগড়াছড়ি জেলা ছাত্রদলের বিক্ষোভ মিছিল পুলিশের বাধ

লক্ষ্মীছড়ি জোনের উদ্যোগে বাইন্যাছোলা হাইস্কুলে গণহত্যা দিবসে স্মৃতিচারণ অনুষ্ঠান
প্রতিবন্ধি ছাত্রকে কলেজ ভর্তির জন্য অর্থ সহায়তা করলেন মহালছড়ি জোন
দীঘিনালায় এলাকাবাসীর প্রতিষ্ঠিত একটি স্কুলে আসবাবপত্র সংকটে পাঠদান ব্যহত

স্টাফ রিপোর্টার: বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে খাগড়াছড়ি জেলা ছাত্রদলের বিক্ষোভ মিছিল পুলিশের বাধায় রাস্তায় বের হতে পারেনি। ২৬ এপ্রিল বৃহস্পতিবার দুপুরে বিএনপির দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের হলে মূল সড়কে উঠার আগেই পুলিশের বাধার মুখে পড়ে।

মিছিলটি রাস্তায় বের হতে না পারলেও বিক্ষোভ সমাবেশ করে ছাত্রদল। সমাবেশে খাগড়াছড়ি জেলা বিএনপি সহ-সভাপতি আবু ইউসুফ চৌধুরী ও খাগড়াছড়ি জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম খলিলসহ অন্যান্য নেতৃবৃন্দ শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশের বাধার নিন্দা ও প্রতিবাদ জানায়।

এ সময় জেলা ছাত্রদলের নেতৃবৃন্দ ছাড়াও খাগড়াছড়ি জেলা বিএনপি সহ-সভাপতি কংচাইরি মাস্টার, ক্ষেত্রমোহন রোয়াজা, মোসলেম উদ্দিন, যুগ্ম সম্পাদক এডভোকেট আ. মালেক মিন্টু, সাংগঠনিক সম্পাদক এম এন আবছার, আ. রব রাজা, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মফিজুর রহমান। পৌর বিএনপির সাধারণ সম্পাদক (ভা:) জহির আহমেদ। জেলা যুবদলের সাধারণ সম্পাদক মাহাবুব আলম সবুজ, স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, জেলা ছাত্রদলের মো. সাহেদ হোসেন সুমন, মো. জাহিদুল আলম, মো. সোহরাবসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।