Homeস্লাইড নিউজশিরোনাম

খালেদা জিয়ার মুক্তির দাবিতে পুলিশের বাধায় খাগড়াছড়িতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

স্টাফ রিপোর্টার: বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে খাগড়াছড়ি জেলা ছাত্রদলের বিক্ষোভ মিছিল পুলিশের বাধ

জালিয়াপাড়া বাজারে ভয়াবহ আগুনে পুড়ে গেছে দোকান…
খাগড়াছড়ির বিভিন্ন উপজেলায় কেন্দ্রীয় যুবদলের কর্মী সভা
খাগড়াছড়ি আসনে আ’লীগের মনোনয়ন ফরম জমা দিলেন যারা

স্টাফ রিপোর্টার: বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে খাগড়াছড়ি জেলা ছাত্রদলের বিক্ষোভ মিছিল পুলিশের বাধায় রাস্তায় বের হতে পারেনি। ২৬ এপ্রিল বৃহস্পতিবার দুপুরে বিএনপির দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের হলে মূল সড়কে উঠার আগেই পুলিশের বাধার মুখে পড়ে।

মিছিলটি রাস্তায় বের হতে না পারলেও বিক্ষোভ সমাবেশ করে ছাত্রদল। সমাবেশে খাগড়াছড়ি জেলা বিএনপি সহ-সভাপতি আবু ইউসুফ চৌধুরী ও খাগড়াছড়ি জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম খলিলসহ অন্যান্য নেতৃবৃন্দ শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশের বাধার নিন্দা ও প্রতিবাদ জানায়।

এ সময় জেলা ছাত্রদলের নেতৃবৃন্দ ছাড়াও খাগড়াছড়ি জেলা বিএনপি সহ-সভাপতি কংচাইরি মাস্টার, ক্ষেত্রমোহন রোয়াজা, মোসলেম উদ্দিন, যুগ্ম সম্পাদক এডভোকেট আ. মালেক মিন্টু, সাংগঠনিক সম্পাদক এম এন আবছার, আ. রব রাজা, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মফিজুর রহমান। পৌর বিএনপির সাধারণ সম্পাদক (ভা:) জহির আহমেদ। জেলা যুবদলের সাধারণ সম্পাদক মাহাবুব আলম সবুজ, স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, জেলা ছাত্রদলের মো. সাহেদ হোসেন সুমন, মো. জাহিদুল আলম, মো. সোহরাবসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।