পুলিশ ফাড়ির ইনচার্জ মোবারকের অপসারণের দাবীতে সড়ক অবরোধ

ফটিকছড়ি প্রতিনিধি: ফটিকছড়ি থানার জাফতনগর পুলিশ ফাড়ির ইনচার্জ (এসআই) মোবারক হোসেনের অপসারণের দাবীতে সড়ক অবরোধ করেছে জনতা। গতকাল বুধবার সকাল ১০টায় ধর্মপ

গাউছুল আ’যম হযরত বাবাভাণ্ডারী (ক.) মানুষে-মানুষে ঐক্য-সম্প্রীতি গড়ার দিক নির্দেশনাই দিয়েছেন
ফটিকছড়ির বখ্তপুরে টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন
সৈয়দ মইনুদ্দীন আহমদ মাইজভাণ্ডারীর (ক.) ওরশ শরীফ শুরু, কাল আখেরী মুনাজাত

ফটিকছড়ি প্রতিনিধি: ফটিকছড়ি থানার জাফতনগর পুলিশ ফাড়ির ইনচার্জ (এসআই) মোবারক হোসেনের অপসারণের দাবীতে সড়ক অবরোধ করেছে জনতা। গতকাল বুধবার সকাল ১০টায় ধর্মপুর, আজাদী বাজার, জাহানপুর, কোঠের পাড় এলাকার শত শত মানুষ গহিরা-হেয়াকো সড়ক, রাউজান-ফটিকছড়ি অবরোধ করে টায়ার জালিয়ে বিক্ষোভ মিছিল করে।

পরে ধর্মপুর ইউপি চেয়ারম্যানকে স্মারকলিপি প্রদান করে। এসময় তারা দূর্নীতিবাজ পুলিশ অফিসার মোরবারকের অপসারণ দাবী করে বলেন, এলাকার চিহ্নিত সন্ত্রাসী, মাস্তান, ইয়াবা, মদ বেপারী ও জুয়াড়ীদেও সাথে আঁতাত করে এই অফিসার সাধারণ মানুষকে হয়রানী করছে। প্রতিবন্ধী যুবক আবুল কালামের হত্যাকারীদের গ্রেফতার না করে উল্টো মামলার বাদী ও তার পরিবারের লোকজনকে হয়রানী করছে। তাই অনতিবিলম্বে এই পুলিশ অফিসারকে অপসারণ না করলে আরো কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

এ ব্যাপারে হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ আল মাসুম বলেন, একটি সিআর মামলার আসামী ধরাতে গিয়ে ঐ এলাকায় অনাকাঙ্খীত ঘটনার উদ্ভব হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখছি।