• November 11, 2024

পূজোয় বিশৃঙ্খলা করতে দেয়া হবে না: খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার

 পূজোয় বিশৃঙ্খলা করতে দেয়া হবে না: খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার

খাগড়াছড়ি প্রতিনিধি: দুর্গাপূজায় কোন প্রকার বিশৃঙ্খলা করতে দেয়া হবে না জানিয়ে খাগড়াছড়ি সদর জোন (৩০ বীর) অধিনায়ক লেঃ কর্ণেল আবুল হাসনাত জুয়েল বলেছেন, সার্বজনীন দুর্গোৎসবকে সুন্দর ও সফল করতে বাংলাদেশ সেনাবাহিনী সব সময় আপনাদের পাশে ছিলো, আছে এবং থাকবে। এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রেখে সম্প্রীতিপূর্ণ সহবস্থান নিশ্চিতে পাহাড়ি-বাঙালি, হিন্দু-মুসলিম সকল সম্প্রদায় এক হয়ে মিলেমিশে কাজ করতে হবে।

“জাতি-গোষ্ঠী, ধর্ম-বর্ণ নির্বিশেষে দেশ গড়ি, সম্প্রীতির খাগড়াছড়ি” স্লোগানে পরিচালিত (৩০ বীর) খাগড়াছড়ি সদর জোনের উদ্যোগে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে, শনিবার (৫ অক্টোবর) সকালে জেলা সদরের বিভিন্ন দুর্গোৎসব উদযাপন কমিটির হাতে শুভেচ্ছা উপহার বিতরণ কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

জোন অধিনায়ক আরো বলেন, কিছু স্বার্থানেশি মহল ৫ অক্টোবর খাগড়াছড়ি শহরে পাহাড়ি-বাঙালিদের মাঝে আতংক ছড়াতে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রয়াস চালিয়েছে। আগেও বলেছি, এখনো বলছি, যারা আতংক সৃষ্টির চেষ্টা চালাচ্ছে তাদের ধরতে গোয়েন্দা সংস্থা তৎপর রয়েছে। অচিরেই তাদের ধরা হবে। নিরাপত্তা ও শান্তির জন্য আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে। চিন্তার কোনো কারণ নেই।

এসময় ৩০ বীর সদর জোন উপ-অধিনায়ক ও বিভিন্ন মঠ-মন্দিরের শারদীয় দুর্গোৎসব উদযাপন কমিটির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post