• July 23, 2024

পোমরা সৈয়্যদবাড়ী জামে মসজিদ উদ্বোধন

রাঙ্গুনিয়া প্রতিনিধি: রাঙ্গুনিয়ার পোমরা সৈয়্যদবাড়ী সৈয়্যদ আযীম উদ্দীন আল আরবী আল্হাসানী ওয়াল হুসাইনী (রাহ্.) দরবারে শাহী জামে মসজিদ কমপে¬ক্স উদ্বোধন করা হয়েছে। ১ম দিনের কর্মসূচি ছিল খতমে গাউসিয়া শরীফ, আলোচনা সভা ও মুশায়েরা যিকরে মুস্তফা। ২য় কর্মসূচি ছিল আলোচনা, খতমে বুখারী শরীফ, দু‘আ মাহফিল ও তাবারুক বিতরণ। ২য় দিনের কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন পীরে ত্বরীকাত হযরত মাওলানা সৈয়্যদ মসিহুদ্দৌলাহ্, প্রধান বক্তা ছিলেন জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মুফতী মাওলানা সৈয়্যদ মুহাম্মদ অছিয়র রহমান, বিশেষ অতিথি ছিলেন মানবাধিকার গবেষক মাওলানা মুহাম্মদ জহুরুল আনোয়ার, শাহ্সূফী আবু মোহাম্মদ  শহিদুল্যাহ ফারুকী, ইমাম প্রশিক্ষণ একাডেমী (চট্টগ্রাম) এর ডেপুটি ডাইরেক্টর মো. সেলিম উদ্দিন, বিসিএসআইআর এর সিনিয়র বৈজ্ঞানিক কর্মকর্তা ড. সৈয়্যদ ফরিদ উদ্দিন ফরহাদ। ২য় অধিবেশনে প্রধান অতিথি ছিলেন মাওলানা সৈয়্যদ আমিনুল হক আল কাদেরী, বিশেষ অতিথি ছিলেন পীরে ত্বরীকাত মাওলানা সৈয়দ ওবাইদুল মুস্তাফা নঈমী, মাওলানা সৈয়্যদ মুহাম্মদ আইয়ুব নূরী ফরহাদাবাদী।

সৈয়্যদ আজিম উদ্দিন আল আরবী শাহী জামে মসজিদের পেশ ইমাম মাওলানা সৈয়্যদ আবু মুছা আশারীর সভাপতিত্বে ও ইসলামি চিন্তাবিদ সৈয়্যদ আবদুল হামীদ আল্ হাদীর সঞ্চালনায় (গত ৪ ও ৫ জানুয়ারি) অনুষ্ঠিত মাহফিলে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাংবাদিক মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম, কাযী শরীয়ত উল¬াহ, সৈয়্যদ আবুল উলা, মাওলানা নজমুল হুসাইন নঈমী, নূরুল আমীন কেরানী, ডা. সৈয়্যদ মেসবাহ উদ্দিন শওকত, সৈয়্যদ কামাল উদ্দিন, সৈয়্যদ আজিজুল হক, সৈয়্যদ নঈম উদ্দিন, সৈয়্যদ মাহফুজুর রহমান, সৈয়্যদ সোলায়মান, সৈয়্যদ রোকন উদ্দিন, গাউসিয়া সমিতি রাঙ্গুনিয়া উপজেলা শাখার সভাপতি মাওলানা আবদুল মান্নান, সহ-সভাপতি জাহেদুল আলম চৌধুরী আইয়ুব, সাধারণ সম্পাদক মুহাম্মদ নাজিম উদ্দিন প্রমুখ।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post