বাড়ি থেকে বের হলে অবশ্যই মাস্ক পরার আহবান জানালেন মাটিরাঙ্গা ইউএনও বিভীষণ
অন্তর মাহমুদ: দেশে এবার করোনা করোনাভাইরাস যাতে ব্যপক হারে ছড়িয়ে পড়তে না পারে সে জন্যে কঠোর আইন প্রনয়ণ করেছে সরকার। এতদিন করোনা সংক্রমণে সচেতনতামুলক কর্মকান্ডকে যারা অবহেলা ও অবজ্ঞার মাধ্যমে মাস্ক ও স্বাস্থ্যবিধি অমান্য করেছেন তাদের শাস্তির আওতায় আনতে সরকার কঠোর আইন প্রনয়ণ করেছেন। নতুন এই আইনে বলা হয়েছে , মাস্ক না পরে বা অন্যান্য স্বাস্থ্যবিধি না মেনে বাইরে চলাচল করলে ব্যক্তিকে সর্বোচ্চ ছয় মাসের কারাদন্ড বা এক লাখ টাকা জরিমানা করা যাবে।
নতুন এই ঘোষনার পর খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলা সদরে জনগনের মাঝে সচেতনতা বৃদ্ধি ও মাস্ক ব্যবহারে তাগিদ দিতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট বিভীষণ কান্তি দাশ ও সহকারি কমিশনার (ভূমি) ফারজানা আক্তার ববি।
৬জুন শনিবার মাটিরাঙ্গা পৌর শহরের ১১ জন ব্যবসায়ী ও পথচারীকে ৮টি মামলায় মাস্ক না পরা ও সামাজিক দূরত্ব না মানায় দন্ডবিধি ১৮৬০ ধারায় ১১ শত টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। এ সময় উপস্থিত ছিলেন, মাটিরাঙ্গা উপজেলা নিরাপদ খাদ্য পরির্দশক মো:মিজানুর রহমান, ও এ এস আই মোহাম্মদ সমুন প্রমুখ।
মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বিভীষণ কান্তি দাশ বলেন, করোনাভাইরাস সংক্রমণের মধ্যে বাড়ির বাইরে চলাচলরত অবস্থায় প্রতিটি ব্যক্তিকে অবশ্যই মাস্ক পরতে হবে এবং অন্যান্য স্বাস্থ্যবিধি মনে চলতে হবে। কোনো ব্যক্তি এই আইন অমান্য করলে তার বিরুদ্ধে সংক্রমণ আইন ২০১৮ অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরো বলেন, করোনা ভাইরাস প্রতিরোধের অংশ হিসেবে খাগড়াছড়ি জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাসের নির্দেশে জনগনকে সচেতন করার লক্ষ্যে এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হচ্ছে।