মহালছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ির মহালছড়িতে গরীব এতিম ও অন্ধ প্রতিবন্ধি ছাত্র কসম ত্রিপুরার পাশে দাঁড়িয়েছেন মহালছড়ি জোনের সেনাবাহিনী। ২৬ জুন মঙ্গলবার মহালছ
মহালছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ির মহালছড়িতে গরীব এতিম ও অন্ধ প্রতিবন্ধি ছাত্র কসম ত্রিপুরার পাশে দাঁড়িয়েছেন মহালছড়ি জোনের সেনাবাহিনী।
২৬ জুন মঙ্গলবার মহালছড়ি জোন সদরে কংচাই কার্বারী পাড়ার নুনছড়ি গ্রামের গরীব পরিবারের এতিম ও অন্ধ কসম ত্রিপুরাকে কলেজে ভর্তি হওয়ার জন্য নগদ অর্থ প্রদান করেন মহালছড়ি জোন অধিনায়ক লে: কর্ণেল মোহাম্মদ মোসতাক আহমেদ, পিএসসি।
জানা যায়,এতিম ও অন্ধ কসম ত্রিপুরা এবারে এসএসসি পরীক্ষায় পাশ করার পর টাকার অভাবে কলেজে ভর্তি হতে পারছেন না। খবরটি জানার পর প্রতিবন্ধি ছাত্র কসম ত্রিপুরাকে জোনে নিয়ে এসে কলেজে ভর্তি হওয়ার জন্য নগদ অর্থ প্রদান করেন। লেখাপড়ার যাবতীয় খরচ মহালছড়ি জোন থেকে বহন করা হবে বলে জোন কমান্ডার জানান ।