• March 22, 2025

প্রত্যয় সোস্যাল ফাউন্ডেশনের কর্মশালা অনুষ্ঠিত

 প্রত্যয় সোস্যাল ফাউন্ডেশনের কর্মশালা অনুষ্ঠিত
মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি: কোভিড ১৯ প্রতিরোধ: ঝুঁকি নিরুপণ, যোগাযোগ সম্পৃক্তকরণ ও টিকা বার্তা যোগাযোগ জোরদারকরণ প্রকল্পে খাগড়াছড়ির মানিকছড়িতে প্রত্যয় সোস্যাল ফাউন্ডেশনের আয়োজনে করোনা সংক্রমণ প্রতিরোধকমূলক কার্যক্রমে কমিউনিটি নেতৃবৃন্দদের সম্পৃক্তকরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৭ জুন) বেলা সাড়ে ১১টায় উপজেলা অডিটরিয়ামে এম. জুলফিকার আলী ভূট্টোর সঞ্চালনায় ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রক্তিম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. জয়নাল আবেদিন।
কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, প্রত্যয় সোস্যাল ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক নেছারুল ইসলাম নাজমুল, এডাব এর খাগড়াছড়ি জেলা কো-অর্ডিনেটর মাসুদ করিম, ইউপি সদস্য ইদ্রিছ ইসলাম বাচ্চু, শাহানাজ ফারভীন, যুব রেড ক্রিসেন্টের যুব প্রধান থোয়াই অং প্রু মারমা, সেভ দ্য ফিউচার ফাউন্ডেশন মানিকছড়ি উপজেলা শাখার সাধারণ সম্পাদক সাংবাদিক মো. রবিউল হোসেন, মানিকছড়ি কলেজ ছাত্রলীগ সভাপতি আবু জাফর, সাংবাদিক মো. ইসমাইল হোসেন প্রমূখ।
কর্মশালায় কোভিড ১৯ সংক্রমণ প্রতিরোধমূলক কার্যক্রমে সমাজকর্মী, সাংবাদিক, জনপ্রতিনিধি ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দের সম্পৃক্তকরণ বিষয়ক গুরুত্বপূর্ণ আলোচনা করেন বক্তারা।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post