প্রথম ধাপেই লক্ষ্মীছড়ি উপজেলা নির্বাচন
স্টাফ রিপোর্টার: প্রথম ধাপে খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণায় নির্বাচন কমিশন (ইসি) এ তথ্য জানিয়েছেন। তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ১৫ এপ্রিল, ভোটগ্রহণ ৮ মে। প্রথম ধাপেই খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলা ছাড়াও জেলার মনিকছড়ি, রামগড় ও মাটিরাঙ্গা উপজেলা নির্বাচন হচ্ছে।
বৃহস্পতিবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে কমিশন সভা শেষে উপজেলা নির্বাচনের তফসিল ঘোষণা করেন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ।
ঘোষিত তফসিল অনুযায়ী আগামী প্রথম ধাপের ভাট গ্রহণ ৮ মে। প্রথম ধাপে রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমার শেষ তারিখ ১৫ এপ্রিল, বাছাই ১৭ এপ্রিল, প্রত্যাহারের শেষ সময় ২২ এপ্রিল। তিনি বলেন, ইভিএমে ভোট হবে ২২টি উপজেলায় এবং বাকিগুলোতে ব্যালট পেপারে নির্বাচন হবে। নির্বাচন হবে দলীয় প্রতীকে। পাশাপাশি স্বতন্ত্র প্রার্থীরাও নির্বাচন করতে পারবেন।
উল্লেখ্য, সংশোধিত নির্বাচন পরিচালনা বিধি ও আচরণ বিধি অনুযায়ী, স্বতন্ত্র প্রার্থী হতে কোনো সমর্থন সূচক তালিকা দেওয়ার প্রয়োজন নেই; রঙিন পোস্টার ছাপাতে পারবেন প্রার্থীরা। প্রচারণার সময়ও পাচ্ছে বেশি; তবে জামানতের পরিমাণ বেড়েছে এবার। এবার দলীয় প্রতীকে ভোট হলেও ক্ষমতাসীন আওয়ামী লীগ কোনো প্রার্থীকে দলীয় মনোনয়ন দিচ্ছে না। আর বিএনপি অংশ নিচ্ছে না এ নির্বাচনে।