• December 11, 2024

প্রধানমন্ত্রী থেকে পদক প্রাপ্ত শোভা রাণী দম্পত্তিকে সেনাবাহিনী কর্তৃক বাড়ি প্রদান

এস. এম. ইউছুফ আলী, খাগড়াছড়ি: সাহিত্য ও সংস্কৃতির মাধ্যমে নারী জাগরণে ভূমিকা রাখায় প্রধানমন্ত্রী থেকে বেগম রোকেয়া পদক ও একুশে পদক প্রাপ্ত খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার শোভা রাণী ত্রিপুরা দম্পত্তিকে বসবাসের জন্য একটি টিন সেট পাকা বাড়ি করে দিলেন সেনাবাহিনীর মহালছড়ি জোন।

২৩ অক্টোবর মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় রাখাইন ত্রিপুরা পাড়ায় এ আবাসনের ব্যবস্থার উদ্বোধন করেন, খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হামিদুল হক। এ সময়, মহালছড়ি সেনা জোনের অধিনায়ক লে: কর্ণেল মোশতাক আহমদ, মহালছড়ি জোনের মেজর আতিকুল হক, মহালছড়ি উপজেলা চেয়ারম্যান বিমল কান্তি চাকমা, ইউপি চেয়ারম্যান রতন শীল, সাংবাদিক, গণ্যমান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

শোভা রাণী ত্রিপুরা ২০১৭ সালে সাহিত্য ও সংস্কৃতির মাধ্যমে নারী জাগরণে বিশেষ অবদান ও তার স্বামী মংছেনচিং সাহিত্যে ২০১৬ সালে একুশে পদক পান। ৭ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত পাকা বাড়ী পেয়ে আনন্দিত এ দম্পত্তি। অপরদিকে সেনা বাহিনীর পার্বত্যবাসীর পাশে সব সময় আছে এবং এ ধরনের সেবামূলক কর্মকান্ড অব্যাহত থাকবে বলে জানান মহালছড়ি জোন অধিনায়ক।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post