প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে লক্ষ্মীছড়ি ফায়ার স্টেশন উদ্বোধন করলেন
এস. এম. ইউছুফ আলী, খাগড়াছড়ি: খাগড়াছড়ি জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে ভিডিও কনফারেন্স এর মাধ্যমে আনুষ্ঠানিকভাবে খাগড়াছড়ি লক্ষ্মীছড়ি উপজেলার ফায়ার স্টেশনের শুভ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ১ নভেম্বর বৃহস্পতিবার সকালে ভিডিও কনফারেন্স এর মাধ্যমে এ উদ্বোধন করা হয়।
খাগড়াছড়ি জেলা প্রশাসক কার্যাল থেকে প্রধানমন্ত্রীর সঙ্গে ভিডিও কনফারেন্সে যোগদেন শরনার্থী পুনর্বাসন বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি, খাগড়াছড়ি রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হামিদুল হক পিএসসি, জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী, জেলা প্রশাসক মো: শহিদুল ইসলাম, পুলিশ সুপার মোহাম্মদ আহমার উজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক এ টি এম কাউসার, জি-২ মেজর মোঃ রফিকুল ইসলাম, পৌর মেয়র রফিকুল আলম। এছাড়া লক্ষ্মীছড়ি[ উপজেলা আওয়ামলীগের সাবেক সভাপতি আবুল হাসেম চৌধুরী, লক্ষ্মীছড়ি মহিলা লীগের সভানেত্রী কাজল আক্তার ও লক্ষ্মীছড়ি ইউনিয়নের মহিলা সদস্যা জয়া চাকমাসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানগন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলায় ২ কোটি ৪৪ লক্ষ টাকা ব্যায়ে ১টি ফায়ার স্টেশনের শুভ উদ্বোধন করেন। এসময় তিনি ৫৬ জেলায় ২১ প্রকল্পের ২০ টি মন্ত্রনালয়ের মাধ্যমে ২৯৭ টি প্রকল্পের উদ্বোধন ও ৪০ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।