• June 16, 2024

প্রবীণ শিক্ষক মংসাথোয়াই মারমা আর নেই

 প্রবীণ শিক্ষক মংসাথোয়াই মারমা আর নেই
মহালছড়ি(খাগড়াছড়ি) প্রতিনিধি: খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার চৌংড়াছড়ি মুখ গ্রামের বাসিন্দা  প্রবীণ প্রাক্তন প্রধান শিক্ষক মংসাথোয়াই মারমা বয়ো:বৃদ্ধকালে জরাগ্রস্থ রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। ১৬ মে মঙ্গলবার ভোর সাড়ে ৪ টায় নিজ বাড়িতে ৯২ বছর বয়সে তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে ৫ পুত্র, ৫ কন্যা, এক স্ত্রী ও নাতী-নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
চাকরিকালীন সময়ে শিক্ষকতায় তাঁর অনেক সুনাম রয়েছে। উপজেলা পর্যায়ে একাধিকবার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছেন। শিক্ষকতার পাশাপাশি তিনি সামাজিক সেবামূলক সংগঠনের সাথে জড়িত ছিলেন। এছাড়া ছেলে-মেয়েদের সবাইকে সুশিক্ষিত করে গড়ে তোলায় এলাকায় তিনি আদর্শ পিতা হিসেবে খ্যাতি অর্জন করেছেন। তাঁর মৃত্যুতে মহালছড়ি প্রাথমিক শিক্ষক সমিতি, প্রয়াতের প্রাক্তন শিক্ষার্থীসহ বিভিন্ন সংগঠন ও এলাকাবাসী শোক প্রকাশ করেছেন।  আগামিকাল বুধবার বিকাল ৩ টায় প্রয়াতের  পারিবারিক শ্মশানে তাঁর দাহক্রিয়া অনুষ্ঠান সম্পন্ন হওয়ার কথা রয়েছে।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post