প্রাচীন মহকুমা শহর, “রামগড়” কে জেলা ঘোষণার দাবী

স্টাফ রিপোর্টার: পার্বত্য চট্টগ্রামের ঐতিহ্যবাহী  প্রাচীন শহর, ১৯২০ সালের সাবেক মহকুমা “রামগড়” কে জেলা ঘোষণার দাবী জানিয়ে ৫ ফেব্রুয়ারি সোমবার রামগড় উপ

মানিকছড়িতে‘অটিজম’বিষয়ক কর্মশালা
কোভিড vs বাস্তবতা- রুপা মল্লিক
পানছড়ি সদর ইউনিয়ন পরিষদের নব নির্মিত ভবন উদ্বোধন

স্টাফ রিপোর্টার: পার্বত্য চট্টগ্রামের ঐতিহ্যবাহী  প্রাচীন শহর, ১৯২০ সালের সাবেক মহকুমা “রামগড়” কে জেলা ঘোষণার দাবী জানিয়ে ৫ ফেব্রুয়ারি সোমবার রামগড় উপজেলা অডিটরিয়ামে এক সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রামগড় উপজেলা পরিষদের ভাইস ভাইস চেয়ারম্যান ও যুবলীগ নেতা আবদুল কাদের এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সুধী সমাবেশে নির্বাচিত জনপ্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা, শিক্ষক , সাংবাদিকসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

সুধী সামাবেশে বক্তাগন অভিযোগ করেন, দেশের অধিকাংশ মহকুমাকে জেলায় উন্নীত করা হলেও  অজ্ঞাত কারণে ১৯২০ সালের রামগড় মহকুমাকে জেলা করা হয়নি। বক্তারা বঙ্গবন্ধুর  ঘোষণা অনুযায়ী প্রতিটি মহকুমাকে জেলা করার ঘোষণা বাস্তবায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেন।