• September 11, 2024

প্রাথমিক শিক্ষা পদ: জাতীয় পর্যায়ে ১ম স্থান অর্জনকারী দিপু ত্রিপুরাকে সংবর্ধনা

 প্রাথমিক শিক্ষা পদ: জাতীয় পর্যায়ে ১ম স্থান অর্জনকারী দিপু ত্রিপুরাকে সংবর্ধনা

রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি: প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৩ এ ভারসাম্য দৌঁড় বিষয়ে জাতীয় পর্যায়ে ১ম স্থান অর্জন করায় দিপু ত্রিপুরাকে সম্মাননা দেয়া হয়েছে। এসময় সম্মাননা স্মারক প্রদান করেন রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতা আফরিন।

১৪ জুন বুধবার সকাল ১১টায় রামগড় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সংবর্ধনা ও পড়ালেখার খরচের জন্য নগদ পনের হাজার টাকাসহ একটি ফুটবল প্রদান করা হয়। জানা গেছে, খাগড়াছড়ি পাবর্ত্য জেলা ও সাবেক মহকুমা শহর রামগড় উপজেলাধীন দূর্গম এলাকার হাজাছড়া স:প্রা: বি: এর ৪র্থ শ্রেণির ছাত্র দিপু ত্রিপুরা প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৩ এ ভারসাম্য দৌঁড় বিষয়ে জাতীয় পর্যায়ে ১ম স্থান অর্জন করাসহ অত্র উপজেলার সুনাম বয়ে আনায় রামগড় উপজেলা প্রশাসন এ সম্মাননা স্মারক প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মানস চন্দ্র দাস, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো: ইলিয়াস, সহকারী শিক্ষা কর্মকর্তা উম্রাচি চৌধুরী, হাজাছড়া স:প্রা: বি: এর প্রধান শিক্ষিকা জ্যোৎনা মারমা, শিক্ষক রুম্রচাই কার্বারী, স্থানীয় সাংবাদিক নিজাম উদ্দিন লাভলু- শুভাশীষ দাস, সাংবাদিক ও সাংস্কৃতিক সংগঠক রতন বৈষ্ণব ত্রিপুরা, আলো.টিভি সম্পাদক তুহিন নিজামসহ দিপু’র বাবা হাসি কুমার ত্রিপুরা ও মা কাঞ্চন মালা ত্রিপুরা উপস্থিত ছিলেন।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post