প্রেস ক্লাবের উদ্যোগে রামগড় ইউএনও’র বিদায় সংবর্ধনা
রামগড় প্রতিনিধি: এডিসি পদে সদ্য পদোন্নতিপ্রাপ্ত রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে ইসরাতকে বদলী জনিত বিদায় সংবর্ধনা দিয়েছে রামগড় উপজেলা প্রেসক্লাব। সম্প্রতি প্রেসক্লাব হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানের মধ্য দিয়ে তাকে এ সংবর্ধনা দেয় স্থানীয় সাংবাদিকরা।
রামগড় উপজেলা প্রেসক্লাব সভাপতি নিজাম উদ্দিনের সভাপতিত্বে এসময় বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে ইসরাত ছাড়াও উপজেলা ভাইস চেয়ারম্যান আনোয়ার ফারুক, রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সামসুজ্জামান, প্রেসক্লাবে সহ-সভাপতি শাহাদাত হোসেন কিরণ, সাধারণ সম্পাদক রতন বৈষ্ণব ত্রিপুরাসহ সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
এসময় বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা তাঁর বক্তব্যে বলেন, নিজের দায়িত্ব সঠিক ভাবে পালনসহ জনগণের বন্ধু হয়ে কাজ করলেই কাজে সফলতা আসবে। তাই প্রশাসন-মিডিয়া একের অপরের সহযোগিতায় এগিয়ে আসলে সব ধরনের অনিয়ম রোধ সম্ভব এবং সব সময় তিনি একে অপরের সহায়তার মাধ্যমে ঐতিহ্যবাহী রামগড়কে এগিয়ে নেওয়ার আহবান জানান তিনি।
এসময় সাংবাদিকরা বলেন, রামগড়ের ইতিহাসে বিদায়ী নির্বাহী কর্মকর্তা উম্মে ইসরাত ছিলেন প্রথম নারী কর্মকর্তা। তিনি মিডিয়া বান্ধব ও সঠিক সময়ে সঠিক ব্যবস্থা গ্রহণের সাথে সাথে রামগড়বাসীর প্রকৃত একজন সুখ-দু:খের বন্ধুও ছিলেন।