প্রয়াত কংজরি মারমার উদ্দেশ্যে মহতি পূণ্যানুষ্ঠান
মহালছড়ি(খাগড়াছড়ি)প্রতিনিধি: খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার মুবাছড়ি ইউনিয়নে পর পর ৩ বারের নির্বাচিত সাবেক সফল ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান প্রয়াত কংজরী মারমা’র উদ্দেশ্যে বৌদ্ধ ধর্মীয় রীতিনীতি অনুযায়ী প্রয়াতের পরিবারের আয়োজনে মহতি পূণ্যানুষ্ঠান অনুষ্ঠিত হয়।
২৬ ফেব্রুয়ারী শনিবার সকাল সাড়ে ৯ টায় প্রয়াত কংজরী মারমা’র বাড়িতে এ অনুষ্ঠান আয়োজন করা হয়। এ সময় বিভিন্ন বিহার থেকে আগত অর্ধ শতাধিক ভিক্ষুর সমন্বয়ে গঠিত মহাসংঘ এর নিকট ধর্মীয় দেশনা শ্রবণ, পঞ্চশীল গ্রহন, সংঘদান, হাজার বাতি দান, বুদ্ধমূর্তি দানসহ নানাবিধ সামগ্রী দান করা হয়। উল্লেখ্য, কংজরী মারমা দীর্ঘদিন অসুস্থ থাকার পর গত ২২ ফেব্রুয়ারী মঙ্গলবার ভোর সাড়ে ৩ টায় নিজ বাড়িতে মৃত্যু বরণ করেন।
তিনি জীবিত থাকাকালীন সময়ে মারমা উন্নয়ন সংসদ মহালছড়িনউপজেলা শাখার উপদেষ্টা, সিঙ্গিনালা উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে জড়িত ছিলেন।